Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

‘বাথরুম সেলফি’ নিয়ে বিপাকে তামিল নায়িকা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • ১৯৫ জন দেখেছেন

নিধি আগারওয়াল

হিন্দি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নিধি আগারওয়াল। তবে তামিল-তেলেগু ভাষার সিনেমায় বেশি কাজ করছেন নিধি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইস্মার্ট সংকর’। গত বছরের ১৮ জুলাই মুক্তি পায় সিনেমাটি।

 

‘বাথরুম সেলফি’ নিয়ে বিপাকে তামিল নায়িকা
নিধি আগারওয়াল

দক্ষিণী নায়িকাদের মধ্েয জনপ্রিয়তার তালিকায় প্রথম দিকেই থাকবে নিধি আগারওয়ালের নাম। মাত্র কিছুদিনের মধ্েযই এই উঠতি অভিনেত্রী অসাধারণ অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন।

আরও পড়ুন : কাজল-কিচলু দম্পতি মধুচন্দ্রিমায় মালদ্বীপে

সম্প্রতি নিধি তার ভেরিফায়েড ফেসবুকে একটি সেলফি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, শর্টস ও অন্তর্বাস পরে আছেন নিধি। বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন এ অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘বাথরুম সেলফি’।

ছবি পোস্ট করার পর এ পর্যন্ত রিঅ্যাক্ট পড়েছে ২ লাখ। কমেন্টস পড়েছে প্রায় ৬ হাজার। সবকিছু ঠিকই ছিল। কিন্তু মূল বিড়ম্বনা দেখা দিয়েছে নেটিজেনদের মন্তব্য নিয়ে। কারণ ‘নোংরা’ ও ‘অশালীন’ মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স। যদিও এসব নিয়ে মোটেও মাথা ব্যথা নেই নিধির।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

‘বাথরুম সেলফি’ নিয়ে বিপাকে তামিল নায়িকা

প্রকাশের সময় : ০৭:০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০

হিন্দি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নিধি আগারওয়াল। তবে তামিল-তেলেগু ভাষার সিনেমায় বেশি কাজ করছেন নিধি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইস্মার্ট সংকর’। গত বছরের ১৮ জুলাই মুক্তি পায় সিনেমাটি।

 

‘বাথরুম সেলফি’ নিয়ে বিপাকে তামিল নায়িকা
নিধি আগারওয়াল

দক্ষিণী নায়িকাদের মধ্েয জনপ্রিয়তার তালিকায় প্রথম দিকেই থাকবে নিধি আগারওয়ালের নাম। মাত্র কিছুদিনের মধ্েযই এই উঠতি অভিনেত্রী অসাধারণ অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন।

আরও পড়ুন : কাজল-কিচলু দম্পতি মধুচন্দ্রিমায় মালদ্বীপে

সম্প্রতি নিধি তার ভেরিফায়েড ফেসবুকে একটি সেলফি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, শর্টস ও অন্তর্বাস পরে আছেন নিধি। বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন এ অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘বাথরুম সেলফি’।

ছবি পোস্ট করার পর এ পর্যন্ত রিঅ্যাক্ট পড়েছে ২ লাখ। কমেন্টস পড়েছে প্রায় ৬ হাজার। সবকিছু ঠিকই ছিল। কিন্তু মূল বিড়ম্বনা দেখা দিয়েছে নেটিজেনদের মন্তব্য নিয়ে। কারণ ‘নোংরা’ ও ‘অশালীন’ মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স। যদিও এসব নিয়ে মোটেও মাথা ব্যথা নেই নিধির।