Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হৃত্বিক রোশন ও আদিত্যকে নিয়ে এ কি বললেন কিয়ারা!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:২৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
  • ২০৬ জন দেখেছেন

কিয়ারা!

হৃত্বিক রোশন ও আদিত্যকে নিয়ে কিয়ারার বিস্ফোরক মন্তব্য করেছেন কিয়ারা আডবানি। নায়িকার ভাষ্যমতে, এ দুই হিরোর তো স্নান না করলেও চলবে। তারা নাকি মারাত্মক ‘রাগেড অ্যান্ড কুল’। বর্তমানে ‘লক্ষ্মী বম্ব’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিটিতে অক্ষয়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন কিয়ারা।

বলিউডের গ্রিক গড হিসেবেই পরিচিত হৃত্বিক রোশন। দুই দশক ধরে সকল নারী হৃদয়ে ঝড় তুলে আসছেন এই নায়ক। অনদিকে এ জেনারেশনের হিরোদের মধ্যে অন্যতম হচ্ছেন আদিত্য রায় কাপুর।

হৃত্বিক রোশন ও আদিত্যকে নিয়ে এ কি বললেন কিয়ারা!
কিয়ারা

এবার এই দুই হিরোকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বলির এক অভিনেত্রী কিয়ারা আডবানি। নায়িকার ভাষ্যমতে, এ দুই হিরোর তো স্নান না করলেও চলবে। তারা নাকি মারাত্মক ‘রাগেড অ্যান্ড কুল’। বর্তমানে ‘লক্ষ্মী বম্ব’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিটিতে অক্ষয়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন কিয়ারা।

আরও পড়ুন : ক্যানসারকে জয় করে সুস্থ হওয়ার পথে সঞ্জয় দত্ত!

সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শো ‘নো ফিল্টার নেহা’য় এমন বিস্ফোরক মন্তব্য করেন কিয়ারা। উপস্থাপক নেহা কল্পনায় একটি ভরপুর সিচুয়েশন তৈরি করে দেন তাকে। সেখানে এক পর্যায় তাকে উপস্থাপক প্রশ্ন করেন, এমন একজন সেলিব্রেটির নাম বল যে কখনো স্নান করবে না। ভেবে চিন্তে উত্তরে বলেন, আমরা চাইব না এ দুই জন মানুষ স্নান করুক। তারা যেন রুক্ষ এবং কুল থাকে। আর এ দুই তারকা হলেন রোশন এবং আদিত্য রায় কাপুর।

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সমালোচিত ‘গিলটি’ ছবিতে দেখা গিয়েছে বলি তারকা কিয়ারাকে। লক্ষ্মী বম্ব ছাড়াও ভুলভুলাইয়া টু এবং ইন্দু কি জওয়ানি ছবি দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে এ নায়িকার।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হৃত্বিক রোশন ও আদিত্যকে নিয়ে এ কি বললেন কিয়ারা!

প্রকাশের সময় : ০৫:২৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০

হৃত্বিক রোশন ও আদিত্যকে নিয়ে কিয়ারার বিস্ফোরক মন্তব্য করেছেন কিয়ারা আডবানি। নায়িকার ভাষ্যমতে, এ দুই হিরোর তো স্নান না করলেও চলবে। তারা নাকি মারাত্মক ‘রাগেড অ্যান্ড কুল’। বর্তমানে ‘লক্ষ্মী বম্ব’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিটিতে অক্ষয়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন কিয়ারা।

বলিউডের গ্রিক গড হিসেবেই পরিচিত হৃত্বিক রোশন। দুই দশক ধরে সকল নারী হৃদয়ে ঝড় তুলে আসছেন এই নায়ক। অনদিকে এ জেনারেশনের হিরোদের মধ্যে অন্যতম হচ্ছেন আদিত্য রায় কাপুর।

হৃত্বিক রোশন ও আদিত্যকে নিয়ে এ কি বললেন কিয়ারা!
কিয়ারা

এবার এই দুই হিরোকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বলির এক অভিনেত্রী কিয়ারা আডবানি। নায়িকার ভাষ্যমতে, এ দুই হিরোর তো স্নান না করলেও চলবে। তারা নাকি মারাত্মক ‘রাগেড অ্যান্ড কুল’। বর্তমানে ‘লক্ষ্মী বম্ব’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিটিতে অক্ষয়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন কিয়ারা।

আরও পড়ুন : ক্যানসারকে জয় করে সুস্থ হওয়ার পথে সঞ্জয় দত্ত!

সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শো ‘নো ফিল্টার নেহা’য় এমন বিস্ফোরক মন্তব্য করেন কিয়ারা। উপস্থাপক নেহা কল্পনায় একটি ভরপুর সিচুয়েশন তৈরি করে দেন তাকে। সেখানে এক পর্যায় তাকে উপস্থাপক প্রশ্ন করেন, এমন একজন সেলিব্রেটির নাম বল যে কখনো স্নান করবে না। ভেবে চিন্তে উত্তরে বলেন, আমরা চাইব না এ দুই জন মানুষ স্নান করুক। তারা যেন রুক্ষ এবং কুল থাকে। আর এ দুই তারকা হলেন রোশন এবং আদিত্য রায় কাপুর।

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সমালোচিত ‘গিলটি’ ছবিতে দেখা গিয়েছে বলি তারকা কিয়ারাকে। লক্ষ্মী বম্ব ছাড়াও ভুলভুলাইয়া টু এবং ইন্দু কি জওয়ানি ছবি দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে এ নায়িকার।