Dhaka সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আবারও ঘরের মাঠে হারলো পিএসজি

স্পোর্টস ডেস্ক : 

এই ভালো তো এই খারাপ। পিএসজির মৌসুমটা এভাবেই যাচ্ছে। লিগ ওয়ানে কয়েক ম্যাচ পরপরই খাচ্ছে ধাক্কা। এবার লঁরিয়ের কাছে ৩-১ গোলে হারলেন লিওনেল মেসিরা। সেটাও ঘরের মাঠে। আশরাফ হাকিমি লাল কার্ড দেখায় ম্যাচের বেশিরভাগ সময় একজন খেলোয়াড় কম নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।

পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের ১৫তম মিনিটেই এগিয়ে যায় লঁরিয়ে। রোমাঁ ফেভার ক্রস থেকে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন এনজো লু ফি। ২০ মিনিটে ১০ জনের দলে পরিণত হয়েছে তারা। লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন আশরাফ হাকিমি। তার মাঠ ছেড়ে যাওয়ার আগেই হজম করেছে এক গোল।

২৯তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে সমতা টানে পিএসজি। গোলরক্ষকের ভুলের সুযোগ নিতে কোনো ভুল করেননি তিনি। ফরাসি এই ফরোয়ার্ডকে একজন ফেলে দিলেও ফাউল দেননি রেফারি। গোলরক্ষকের চোখে পড়েনি তা, তাই তিনি একটু সামনেই। ছুটে গিয়ে সেই বল জালে পাঠান এমবাপ্পে! সেই সমতা ধরে রাখতে পারেনি পিএসজি।

কিন্তু একজন লোক কম থাকায় তার সুযোগটা নিয়েছে সফরকারী দল। ৩৯ মিনিটে স্কোর ২-১ করেছেন ইয়োঙ্গা।

অবশ্য দলের বাজে দশায় স্বাগতিক দর্শকরা যখন দুয়ো দিচ্ছিলেন। ঠিক তখন সমতা ফেরাতে গোলের খোঁজে মরিয়া ছিলেন মেসি-রামোসরা। কিন্তু মেসির কর্নার থেকে রামোস হেড করলেও সেই প্রচেষ্টা লক্ষ্যে থাকেনি। তাছাড়া পেরেইরার হেড সেভ করেছেন প্রতিপক্ষ গোলকিপার।

বাম্বা দিয়েং ৮৮ মিনিটে তৃতীয় গোলটি করলেও তার আগের মিনিটে জাল কাঁপিয়েছিলেন। যা অফসাইডের কারণে বাতিল হয়েছে।

এই বছর সব প্রতিযোগিতা মিলে ৯টি ম্যাচ হারা পিএসজি ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। লরিয়াঁ সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে উঠেছে টেবিলের দশ নম্বরে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বাংলাদেশ মিশনের চার প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ

আবারও ঘরের মাঠে হারলো পিএসজি

প্রকাশের সময় : ০৩:২৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

এই ভালো তো এই খারাপ। পিএসজির মৌসুমটা এভাবেই যাচ্ছে। লিগ ওয়ানে কয়েক ম্যাচ পরপরই খাচ্ছে ধাক্কা। এবার লঁরিয়ের কাছে ৩-১ গোলে হারলেন লিওনেল মেসিরা। সেটাও ঘরের মাঠে। আশরাফ হাকিমি লাল কার্ড দেখায় ম্যাচের বেশিরভাগ সময় একজন খেলোয়াড় কম নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।

পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের ১৫তম মিনিটেই এগিয়ে যায় লঁরিয়ে। রোমাঁ ফেভার ক্রস থেকে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন এনজো লু ফি। ২০ মিনিটে ১০ জনের দলে পরিণত হয়েছে তারা। লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন আশরাফ হাকিমি। তার মাঠ ছেড়ে যাওয়ার আগেই হজম করেছে এক গোল।

২৯তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে সমতা টানে পিএসজি। গোলরক্ষকের ভুলের সুযোগ নিতে কোনো ভুল করেননি তিনি। ফরাসি এই ফরোয়ার্ডকে একজন ফেলে দিলেও ফাউল দেননি রেফারি। গোলরক্ষকের চোখে পড়েনি তা, তাই তিনি একটু সামনেই। ছুটে গিয়ে সেই বল জালে পাঠান এমবাপ্পে! সেই সমতা ধরে রাখতে পারেনি পিএসজি।

কিন্তু একজন লোক কম থাকায় তার সুযোগটা নিয়েছে সফরকারী দল। ৩৯ মিনিটে স্কোর ২-১ করেছেন ইয়োঙ্গা।

অবশ্য দলের বাজে দশায় স্বাগতিক দর্শকরা যখন দুয়ো দিচ্ছিলেন। ঠিক তখন সমতা ফেরাতে গোলের খোঁজে মরিয়া ছিলেন মেসি-রামোসরা। কিন্তু মেসির কর্নার থেকে রামোস হেড করলেও সেই প্রচেষ্টা লক্ষ্যে থাকেনি। তাছাড়া পেরেইরার হেড সেভ করেছেন প্রতিপক্ষ গোলকিপার।

বাম্বা দিয়েং ৮৮ মিনিটে তৃতীয় গোলটি করলেও তার আগের মিনিটে জাল কাঁপিয়েছিলেন। যা অফসাইডের কারণে বাতিল হয়েছে।

এই বছর সব প্রতিযোগিতা মিলে ৯টি ম্যাচ হারা পিএসজি ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। লরিয়াঁ সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে উঠেছে টেবিলের দশ নম্বরে।