শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন

সাবেক মেজর সিনহার মাকে ফোনে প্রধানমন্ত্রী যা বললেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
সাবেক মেজর সিনহার মাকে ফোনে প্রধানমন্ত্রী যা বললেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খানের মা নাসিমা আক্তারকে ফোন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্তানহারা অসহায় এই মাকে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (০৪ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী সিনহা রাশেদের মাকে ফোন করেন।

আরও পড়ুন : তদন্ত রিপোর্ট প্রকাশের আগে কিছু বলা সমীচীন নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

এ বিষয়ে মেজর সিনাহ’র মা নাসিমা আক্তার সংবাদমাধ্যমকে বলেন, সকালে মাননীয় প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। তিনি আমাকে বলেছেন, ‘আমিও একই পথের পথিক। আপনাকে কিছু বলার মতো ভাষা আমার নেই। আমিও পুরো পরিবার হারিয়েছি।’

নাসিমা আক্তার বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে বলেছি, ছেলেকে ফিরে পাব না। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, ‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হবে।’

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে মারা যান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় ইতোমধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা কক্সবাজারে পৌঁছে গেছেন। বুধবার থেকে তারা কাজ শুরু করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া