Dhaka বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে থামিয়ে সাজগোজে ব্যস্ত কনে

আন্তর্জাতিক ডেস্ক : 

বিয়েতে নিজেকে সবচেয়ে সুন্দর দেখতে চাওয়ার ইচ্ছা থাকে সকলের মধ্যেই। হাজার হোক ওই একটা দিনেই অতিথি অভ্যাগত থেকে ক্যামেরা সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকেন বিয়ের কনে। এমন দিনে সাজ তো নিখুঁত হতেই হবে। তবে বিয়ের মাঝপথেই বিয়ে থামিয়ে কনের সাজ শেষ করার মতো ঘটনা বিরল।

এমন ঘটনা ঘটালেন সম্প্রতি বেকি জেফারিস নামে এক মার্কিন উদ্যোক্তা। বিয়ের অনুষ্ঠান চলার মাঝপথেই আচমকা বিয়ে থামিয়ে দেন তিনি। এরপর মাইকে ঘোষণা করেন যে তিনি তার বিয়ের পোশাকের অর্ধেকটা পরতেই ভুলে গিয়েছেন। সেই পোশাক পরা শেষ করে তবেই তিনি বাকি বিয়ে সম্পন্ন করবেন।

তড়িঘড়ি বিয়ের মঞ্চেই আনা হলো সেই বাকি অর্ধেক পোশাক। অতিথিদের সামনেই বিয়ের গাউনের বাকি অংশ পরে ফের তিনি শুরু করলেন বিয়ে। এই ঘটনায় ততক্ষণে হাসির রোল উঠেছে অতিথিদের মধ্যে।

ইনস্টাগ্রামে পোস্ট হতেই ভাইরাল হয়েছে এই ভিডিও। অনেকেই প্রশংসা করেছেন পাত্রীর এমন কাণ্ডের। তবে, কনের সাজগোজের এই সুযোগে বর যদি পালিয়ে যেত তবে কী হত! এমন মশকরাও করেছেন অনেকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

‘পার্শ্ববর্তী একটা দেশ বসেই আছে যেন আমরা ভালো একটি নির্বাচন করে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে না পারি’

বিয়ে থামিয়ে সাজগোজে ব্যস্ত কনে

প্রকাশের সময় : ০৪:২০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

বিয়েতে নিজেকে সবচেয়ে সুন্দর দেখতে চাওয়ার ইচ্ছা থাকে সকলের মধ্যেই। হাজার হোক ওই একটা দিনেই অতিথি অভ্যাগত থেকে ক্যামেরা সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকেন বিয়ের কনে। এমন দিনে সাজ তো নিখুঁত হতেই হবে। তবে বিয়ের মাঝপথেই বিয়ে থামিয়ে কনের সাজ শেষ করার মতো ঘটনা বিরল।

এমন ঘটনা ঘটালেন সম্প্রতি বেকি জেফারিস নামে এক মার্কিন উদ্যোক্তা। বিয়ের অনুষ্ঠান চলার মাঝপথেই আচমকা বিয়ে থামিয়ে দেন তিনি। এরপর মাইকে ঘোষণা করেন যে তিনি তার বিয়ের পোশাকের অর্ধেকটা পরতেই ভুলে গিয়েছেন। সেই পোশাক পরা শেষ করে তবেই তিনি বাকি বিয়ে সম্পন্ন করবেন।

তড়িঘড়ি বিয়ের মঞ্চেই আনা হলো সেই বাকি অর্ধেক পোশাক। অতিথিদের সামনেই বিয়ের গাউনের বাকি অংশ পরে ফের তিনি শুরু করলেন বিয়ে। এই ঘটনায় ততক্ষণে হাসির রোল উঠেছে অতিথিদের মধ্যে।

ইনস্টাগ্রামে পোস্ট হতেই ভাইরাল হয়েছে এই ভিডিও। অনেকেই প্রশংসা করেছেন পাত্রীর এমন কাণ্ডের। তবে, কনের সাজগোজের এই সুযোগে বর যদি পালিয়ে যেত তবে কী হত! এমন মশকরাও করেছেন অনেকে।