Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তি পেলো এলটন ও ব্রিটনির ‘হোল্ড মি ক্লোজার’

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১২:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
  • ১৯০ জন দেখেছেন

মুক্তি পেয়েছে কিংবদন্তী ব্রিটিশ পপ সংগীতশিল্পী স্যার এলটন জন ও মার্কিন পপস্টার ব্রিটনি স্পিয়ার্সর গাওয়া ‘হোল্ড মি ক্লোজার’ গানটি। শুক্রবার (২৬শে আগস্ট) গানটি মুক্তি পায়। গানটি এরই মধ্যে সুপার হিট হয়েছে।

সাপ্তাহিক বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটি থেকে জানা যায়, হোল্ড মি ক্লোজার জনের ১৯৭১ সালের ক্লাসিক হিট গান। এটি নতুন করে রেকর্ড করা হয়েছে।

গানটি গত বছরের হিট গান ‘কোল্ড হার্ট (পিএনএইউ রিমিক্স)’-এর কথা মনে করিয়ে দেয়। যদিও জন গত কয়েক বছরে নতুন মিউজিক রিলিজ করেছেন। ২০২১ সালে জন এলটন তার ১৬টি গানের ‘দ্য লকডাউন সেশনস’অ্যালবাম বের করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মুক্তি পেলো এলটন ও ব্রিটনির ‘হোল্ড মি ক্লোজার’

প্রকাশের সময় : ১২:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২

মুক্তি পেয়েছে কিংবদন্তী ব্রিটিশ পপ সংগীতশিল্পী স্যার এলটন জন ও মার্কিন পপস্টার ব্রিটনি স্পিয়ার্সর গাওয়া ‘হোল্ড মি ক্লোজার’ গানটি। শুক্রবার (২৬শে আগস্ট) গানটি মুক্তি পায়। গানটি এরই মধ্যে সুপার হিট হয়েছে।

সাপ্তাহিক বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটি থেকে জানা যায়, হোল্ড মি ক্লোজার জনের ১৯৭১ সালের ক্লাসিক হিট গান। এটি নতুন করে রেকর্ড করা হয়েছে।

গানটি গত বছরের হিট গান ‘কোল্ড হার্ট (পিএনএইউ রিমিক্স)’-এর কথা মনে করিয়ে দেয়। যদিও জন গত কয়েক বছরে নতুন মিউজিক রিলিজ করেছেন। ২০২১ সালে জন এলটন তার ১৬টি গানের ‘দ্য লকডাউন সেশনস’অ্যালবাম বের করেন।