Dhaka রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হিন্দি সিনেমায় জেনেলিয়ার ঠোঁটে বাংলার লোকগান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:০৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • ২০১ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

কিছুদিন আগে এক হিন্দি ছবির ট্রেলারে শোনা যায় জনপ্রিয় বাংলা স্লোগান ‘খেলা হবে’। এবার অন্য একটি ছবিতে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজাকে ঠোঁট মেলাতে দেখা গেল জনপ্রিয় বাংলার লোকগান ‘গেলোমালে গোলেমালে পিরিত করো না’ গানের সঙ্গে। গানের তালে একতারা হাতে, লাল-সাদা ঘাঘরা দুলিয়ে দিব্যি নাচছেন।

না, এটি কোনো মিউজিক ভিডিওর দৃশ্য নয়। ‘ট্রায়াল পিরিয়ড’ সিনেমার জন্য ব্যবহার করা হয়েছে এই গান। জেনেলিয়ার লিপে ‘গোলেমালে পিরিত কইরো না’ গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। তাকে সঙ্গ দিয়েছেন দেব নেগি ও কৌশিক-গুড্ডু। নতুনভাবে গানের সুর সাজিয়েছেন কৌশিক এবং গুড্ডু। গীতিকার হিসেবে ‘ট্রাডিশনাল ফোক’ লেখা হয়েছে। র‌্যাপের অংশটি গেয়েছেন গুড্ডু।

এ প্রসঙ্গে ছবিটির নির্মাতা আলেয়া বলেন, একজন লড়াকু মায়ের গল্পের সঙ্গে এই গানটার মূল ভাবনা মিলে যায়। সেই ভাবনা থেকেই এই গানটিকে ছবিতে ব্যবহার করেছি। দীর্ঘ সময় ধরে এই গানটা সহজেই শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। তাছাড়া এই গানের মধ্যে দিয়ে বাঙালি সংস্কৃতি ফুটে উঠেছে। আশা করি, জেনেলিয়াকে এই নতুন অবতারে দর্শক পছন্দ করবেন।

গানের ভিডিওতে মূলত জেনেলিয়া ও মানবের রসায়ন দেখানো হয়েছে। না চাইতেও যেন কাছাকাছি চলে আসে দুই চরিত্র। ভিডিও দেখে অনুমান করা যায় জেনেলিয়ার চরিত্রের সঙ্গে বাঙালি কানেকশনও রয়েছে। তাতে বাড়তি মাত্রা যোগ করেছে শ্রেয়া ঘোষালের কণ্ঠ।

ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা ও মানব কউল। এতে সিঙ্গল মাদার হিসেবে দেখা যাবে জেনেলিয়াকে। সন্তানের আবদারে মানবকে বাবা সাজিয়ে এক মাসের জন্য পরিবারে নিয়ে আসেন তিনি। তারপর থেকে শুরু হয় একের পর এক পট পরিবর্তন। দীপাবলির প্রেক্ষাপটে পারিবারিক অনুষ্ঠানে শুটিং করা হয়েছে গানটির।

আগামী ২১ জুলাই থেকে জিও সিনেমায় দেখা যাবে ‘ট্রায়াল পিরিয়ড’। ছবিতে জেনেলিয়া-মানব ছাড়াও রয়েছেন শক্তি কাপুর, শিবা চাড্ডা, গজরাজ রাও, স্বরূপা ঘোষ, বরুণ চন্দ প্রমুখ। কমেডি-ড্রামা ঘরানার এই ছবিটি পরিচালনা করেছেন আলেয়া সেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১৫ বছর যে বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন ধাক্কা দেয় : রুমিন ফারহানা

হিন্দি সিনেমায় জেনেলিয়ার ঠোঁটে বাংলার লোকগান

প্রকাশের সময় : ০২:০৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩

বিনোদন ডেস্ক : 

কিছুদিন আগে এক হিন্দি ছবির ট্রেলারে শোনা যায় জনপ্রিয় বাংলা স্লোগান ‘খেলা হবে’। এবার অন্য একটি ছবিতে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজাকে ঠোঁট মেলাতে দেখা গেল জনপ্রিয় বাংলার লোকগান ‘গেলোমালে গোলেমালে পিরিত করো না’ গানের সঙ্গে। গানের তালে একতারা হাতে, লাল-সাদা ঘাঘরা দুলিয়ে দিব্যি নাচছেন।

না, এটি কোনো মিউজিক ভিডিওর দৃশ্য নয়। ‘ট্রায়াল পিরিয়ড’ সিনেমার জন্য ব্যবহার করা হয়েছে এই গান। জেনেলিয়ার লিপে ‘গোলেমালে পিরিত কইরো না’ গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। তাকে সঙ্গ দিয়েছেন দেব নেগি ও কৌশিক-গুড্ডু। নতুনভাবে গানের সুর সাজিয়েছেন কৌশিক এবং গুড্ডু। গীতিকার হিসেবে ‘ট্রাডিশনাল ফোক’ লেখা হয়েছে। র‌্যাপের অংশটি গেয়েছেন গুড্ডু।

এ প্রসঙ্গে ছবিটির নির্মাতা আলেয়া বলেন, একজন লড়াকু মায়ের গল্পের সঙ্গে এই গানটার মূল ভাবনা মিলে যায়। সেই ভাবনা থেকেই এই গানটিকে ছবিতে ব্যবহার করেছি। দীর্ঘ সময় ধরে এই গানটা সহজেই শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। তাছাড়া এই গানের মধ্যে দিয়ে বাঙালি সংস্কৃতি ফুটে উঠেছে। আশা করি, জেনেলিয়াকে এই নতুন অবতারে দর্শক পছন্দ করবেন।

গানের ভিডিওতে মূলত জেনেলিয়া ও মানবের রসায়ন দেখানো হয়েছে। না চাইতেও যেন কাছাকাছি চলে আসে দুই চরিত্র। ভিডিও দেখে অনুমান করা যায় জেনেলিয়ার চরিত্রের সঙ্গে বাঙালি কানেকশনও রয়েছে। তাতে বাড়তি মাত্রা যোগ করেছে শ্রেয়া ঘোষালের কণ্ঠ।

ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা ও মানব কউল। এতে সিঙ্গল মাদার হিসেবে দেখা যাবে জেনেলিয়াকে। সন্তানের আবদারে মানবকে বাবা সাজিয়ে এক মাসের জন্য পরিবারে নিয়ে আসেন তিনি। তারপর থেকে শুরু হয় একের পর এক পট পরিবর্তন। দীপাবলির প্রেক্ষাপটে পারিবারিক অনুষ্ঠানে শুটিং করা হয়েছে গানটির।

আগামী ২১ জুলাই থেকে জিও সিনেমায় দেখা যাবে ‘ট্রায়াল পিরিয়ড’। ছবিতে জেনেলিয়া-মানব ছাড়াও রয়েছেন শক্তি কাপুর, শিবা চাড্ডা, গজরাজ রাও, স্বরূপা ঘোষ, বরুণ চন্দ প্রমুখ। কমেডি-ড্রামা ঘরানার এই ছবিটি পরিচালনা করেছেন আলেয়া সেন।