শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে যানবাহন

কুমিল্লা সংবাদদাতা
আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে যানবাহন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে স্থানীয় অনেক যানবাহন উল্টো পথে চলাচল করে। এতে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে ইউটার্নের ব্যবস্থা থাকলেও তা মানেন না চালকরা। মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশা বেশি চলে উল্টো পথে। তবে, হাইওয়ে পুলিশ বলছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে চেষ্টা করছে তারা।

যাতায়াতের জন্য আলাদা লেন থাকলেও নিয়ম অমান্য করে উল্টো পথে চলাচল করছে যানবাহনগুলো। এ চিত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের। স্থানীয়দের অভিযোগ, সড়কের নির্দিষ্ট দূরত্ব পর পর ইউটার্নের ব্যবস্থা রয়েছে। অথচ তা না মেনে উল্টো পথই বেশি ব্যবহার করে ছোট যানবাহনগুলো। এছাড়া মহাসড়কে অটোরিক্সা চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও এসবের উপস্থিতিই বেশি। যার বেশির ভাগই চলছে উল্টো পথ দিয়ে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ঘটছে প্রাণহানিও।

কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ জানালেন, শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার পাশাপাশি আইন মানতে চালকদের উদ্বুদ্ধ করছে পুলিশ।

উল্টো পথে যানবাহন চলাচল বন্ধে পুলিশের টহল আরও বাড়ানো হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া