চলমান কমনওয়েলথ গেমস নারী ক্রিকেটে ভারতকে কাঁদিয়ে স্বর্ণ জিতেছে অস্ট্রেলিয়া। বার্মিংহামে রোববার রাতে স্বর্ণপদকের লড়াইয়ে ভারতকে ৯ রানে হারায় অস্ট্রেলিয়া। অজিদের কাছে হেরে রৌপ্যপদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় নারী ক্রিকেট দলকে। তৃতীয় হয়ে তাম্রপদক জিতেছে নিউজিল্যান্ডের নারীরা।
এজবাস্টনে হওয়া ফাইনালে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৬১ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়ার মেয়েরা। জয়ের লক্ষ্য ব্যাট করতে নেমে ১৫২ রানে অলআউট হয়ে যায় ভারত। মাত্র ৩৪ রানে শেষের ৮ উইকেট হারায় টিম ইন্ডিয়া।
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন অ্যাশলে গার্ডনার, মেগান স্কাটের শিকার দুইটি উইকেট। ভারতের তিনজন ব্যাটার ফিরেছেন রানআউট হয়ে।
এর আগে ম্যাচের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৬১ রান করেন বেথ মুনি। মেগ ল্যানিং করেন ২৬ বলে ৩৬ রান। এছাড়া শেষ দিকে অ্যাশলে গার্ডনার ১৫ বলে ২৫ ও রাসেল হেইন্সের ১০ বলে ১৮ রানে ভর করে ১৬১ রানে পৌঁছায় অস্ট্রেলিয়া।
প্রতিনিধির নাম 
























