Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বার্সেলোনায় ফিরবেন মেসি!

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৩:৩২:৩১ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
  • ১৯০ জন দেখেছেন

অনেক দিন ধরেই মেসির বার্সেলোনায় পুনরায় ফেরার গুঞ্জন চলছে। বিশেষ করে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার কথা-বার্তায় সে গুঞ্জন পোক্ত হয়। ক’দিন আগে তিনি সরাসরিই বলে দিয়েছেন, মেসিকে আবার তারা বার্সায় চান।

এবার মেসির সাবেক সতীর্থ এবং বার্সলোনার বর্তমান কোচ জাভি হার্নান্দেজ সরাসরিই বলে দিয়েছেন, মেসির বার্সেলোনায় দ্বিতীয়বার ফেরার সুযোগ রয়েছে।

২০২১ সালে দীর্ঘ দিনের সর্ম্পক চুকিয়ে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইন এ যোগদেন মেসি। ইতোমধ্যে এক মৌসুম সেখানে খেলে ফেলেছেন। আসন্ন মৌসুমেও পিএসজির জার্সিতেই দেখা যাবে তাকে। সে জন্য প্রস্তুতিও নিচ্ছেন এই আর্জেন্টাইন সুপারস্টার।

এরই মধ্যে মেসিকে ন্যু ক্যাম্পে ফিরিয়ে নেয়ার কথা বলছেন বার্সা কর্মকর্তারা। সে প্রেক্ষাপটে ক্লাবটির কো জাভি হার্নান্দেজের এই কথার অবশ্যই মূল্য আছে। জাভি বলেন, ‘আমি মনে করি বার্সায় মেসির সময় শেষ হয়ে যায়নি। আমার বিশ্বাস, বার্সেলোনায় দ্বিতীয় সুযোগটা তিনি দাবি করতেই পারেন এবং এটাই শেষ। তবে এবার নয়, আগামী বছর হয়তো আসতে পারেন তিনি।’ খবর মার্কা।

পিএসজির সঙ্গে এখনও এক মৌসুমের চুক্তি রয়েছে। জাভি এটার ওপর ভিত্তি করেই কথা বলছেন। তিনি জানিয়ে দিয়েছেন, চুক্তি শেষ না হওয়া পর্যন্ত আসতে পারবেন না মেসি। জাভি বলেন, ‘তিনি এখন একটি চুক্তিতে রয়েছেন। তবে আমি চাই তিনি ফিরে আসুন।’

গত মৌসুমটা বেশ খারাপ কেটেছে বার্সার। জাভি আশাবাদী, এবারের মৌসুমে সেই খারাপ সময়টা তারা কাটিয়ে উঠতে পারবেন। তিনি বলেন, ‘আমরা এ জন্য নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

বার্সেলোনায় ফিরবেন মেসি!

প্রকাশের সময় : ০৩:৩২:৩১ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২

অনেক দিন ধরেই মেসির বার্সেলোনায় পুনরায় ফেরার গুঞ্জন চলছে। বিশেষ করে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার কথা-বার্তায় সে গুঞ্জন পোক্ত হয়। ক’দিন আগে তিনি সরাসরিই বলে দিয়েছেন, মেসিকে আবার তারা বার্সায় চান।

এবার মেসির সাবেক সতীর্থ এবং বার্সলোনার বর্তমান কোচ জাভি হার্নান্দেজ সরাসরিই বলে দিয়েছেন, মেসির বার্সেলোনায় দ্বিতীয়বার ফেরার সুযোগ রয়েছে।

২০২১ সালে দীর্ঘ দিনের সর্ম্পক চুকিয়ে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইন এ যোগদেন মেসি। ইতোমধ্যে এক মৌসুম সেখানে খেলে ফেলেছেন। আসন্ন মৌসুমেও পিএসজির জার্সিতেই দেখা যাবে তাকে। সে জন্য প্রস্তুতিও নিচ্ছেন এই আর্জেন্টাইন সুপারস্টার।

এরই মধ্যে মেসিকে ন্যু ক্যাম্পে ফিরিয়ে নেয়ার কথা বলছেন বার্সা কর্মকর্তারা। সে প্রেক্ষাপটে ক্লাবটির কো জাভি হার্নান্দেজের এই কথার অবশ্যই মূল্য আছে। জাভি বলেন, ‘আমি মনে করি বার্সায় মেসির সময় শেষ হয়ে যায়নি। আমার বিশ্বাস, বার্সেলোনায় দ্বিতীয় সুযোগটা তিনি দাবি করতেই পারেন এবং এটাই শেষ। তবে এবার নয়, আগামী বছর হয়তো আসতে পারেন তিনি।’ খবর মার্কা।

পিএসজির সঙ্গে এখনও এক মৌসুমের চুক্তি রয়েছে। জাভি এটার ওপর ভিত্তি করেই কথা বলছেন। তিনি জানিয়ে দিয়েছেন, চুক্তি শেষ না হওয়া পর্যন্ত আসতে পারবেন না মেসি। জাভি বলেন, ‘তিনি এখন একটি চুক্তিতে রয়েছেন। তবে আমি চাই তিনি ফিরে আসুন।’

গত মৌসুমটা বেশ খারাপ কেটেছে বার্সার। জাভি আশাবাদী, এবারের মৌসুমে সেই খারাপ সময়টা তারা কাটিয়ে উঠতে পারবেন। তিনি বলেন, ‘আমরা এ জন্য নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি।’