স্পোর্টস ডেস্ক :
সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপে ফাইনালে ভারতের সঙ্গে প্রায় সমান তালে লড়াই করলো বাংলাদেশ। নির্ধারিত সময়ে দুবার পিছিয়ে থেকে দারুণভাবে ম্যাচে ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত টাইব্রেকারে আত্মসমর্পণ করতে হয়েছে গোলাম রব্বানী ছোটনের দলকে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) কলম্বোতে নির্ধারিত সময়ে বাংলাদেশ-ভারত ম্যাচ ২-২ গোলে ড্র হলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ট্রাইবেকারে। যেখানে বাংলাদেশকে ৪-১ গোলে হারিয়েছে ভারত। টাইব্রেকারে বাংলাদেশের হয়ে গোল করতে পারেননি ইকরামুল ইসলাম ও আজম খান। ইকরামুলের শট বারে লেগে ফিরে এলেও আজম খানকে ঠেকিয়ে দেন ভারতীয় গোলরক্ষক জ্যোতি বড়ুয়া। টাইব্রেকারে ভারতের দাল্লালমোন গাংতে, কোরো মেইতে, ইন্দ্রা রানা মাগার, শুভম পোনিয়া-এই চার জনই পান জালের দেখা।
টাইব্রেকারে বাংলাদেশের প্রথম শট নেওয়া মোহাম্মদ ইকরামুল কাঁপান ক্রসবার। আজম খানের শট ফেরান গোলকিপার। মোহাম্মদ মানিক তৃতীয় শটে গোল পেলেও লাভ হয়নি।
বয়সভিত্তিক এই প্রতিযোগিতার অনূর্ধ্ব-১৭ ক্যাটাগরিতে গত আসরেও ভারতের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবারের হারে এই ক্যাটাগরিতে শিরোপা অধরাই রয়ে গেল।
শুরুটাও ছিল বাংলাদেশের জন্য হতাশাজনক। চতুর্থ মিনিটে গুনলেইবা ওয়াংখেরাকপানের পাস ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে পারেননি দাল্লালমোন গাংতে। তবে বাংলাদেশের আজমের পা হয়ে ফের বল যায় গাংতের কাছেই। তার শট রুখতে পারেনি আলিফ রহমান।
পিছিয়ে পড়ে খেই না হারানো বাংলাদেশ সমতায় ফিরে ২৫তম মিনিটে। নাজমুল হুদা ফয়সালের কর্নার মোহাম্মদ আরিফের গোলমুখে বাড়ানো হেড পাস থেকে মানিক হেডেই পরাস্ত করেন মানষ বড়ুয়াকে।
৩৮তম মিনিটে ফের এগিয়ে যায় ভারত। বাম দিক দিয়ে আক্রমণে উঠে ক্রস ফেলেছিলেন গুনলেইবা। আলিফ ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে লক্ষ্যভেদ করেন আজলান শাহ।
দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ প্রতিপক্ষের রক্ষণে চাপ দিতে থাকে। ৫১তম মিনিটে বক্সের ঠিক ভেতর থেকে ফয়সালের শট ফিরে ক্রসবার কাঁপিয়ে।
৮৮তম মিনিটে পায়ের কারিকুরিতে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন বায়েজিদ বোস্তামি। বলের লাইনে থাকা ভারত গোলকিপার তার শট কর্নারের বিনিময়ে ফেরান।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে নাটকীয় মোড় নেয় ম্যাচ। থ্রো ইনের পর বক্সের জটলার ভেতর থেকে নিখুঁত টোকায় জালে বল জড়িয়ে দেন ইশান হাবিব। তাতে খেলা গড়ায় টাইব্রেকারে, কিন্তু সেখানে বাংলাদেশ ছিল একেবারেই বিবর্ণ।