Dhaka বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বেলিংহামের গোলে জুভেন্তাসকে হারাল রিয়াল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৫৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১৮০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

জুন-জুলাইতে যুক্তরাষ্ট্রের মাটিতে ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সেই টুর্নামেন্ট থেকে বেশ লম্বা সময় ধরেই গোলখরায় ভুগছিলেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। মাঝে অবশ্য হাতের সার্জারির কারণে মাঠের বাইরেও থাকতে হয়েছিল তাকে।

বুধবার (২২ অক্টোবর) বেলিংহ্যামের করা একমাত্র গোলে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাসকে ১-০ ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে ইতালিয়ান ক্লাবটিকে আতিথ্য দিতে নেমে সবদিক থেকেই এগিয়ে ছিল রিয়াল। ৬৬ শতাংশ পজেশনের পাশাপাশি তারা ২৬টি শট নেয়, যার মধ্যে লক্ষ্যে ছিল ৯টি। অন্যদিকে, ১১টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পারে জুভেন্তাস। ম্যাচের ফল নির্ধারণী গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৫৭ মিনিট পর্যন্ত। ভিনিসিয়ুস জুনিয়রের শট পোস্টে লেগে ফিরলে নিকট দূরত্ব থেকে নেওয়া শটে খরা কাটান বেলিংহ্যাম।

সেরি আয় কোমোর বিপক্ষে ২-০ গোলে হেরে আসা ইউভেন্তুস প্রথম ১০ মিনিটে দুইবার সুযোগ তৈরি করে। সপ্তম মিনিটে সতীর্থের পাস ধরে ডান দিক দিয়ে বক্সে ঢুকে গোলমুখে কালুলুর বাড়ানো বল আটকে দেন রিয়াল ডিফেন্ডার রাউল আসেন্সিও।

দশম মিনিটে বক্সের বাইরে থেকে ওয়েস্টন ম্যাককেনির নিচু শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। চতুর্দশ মিনিটে ফেদেরিকো গাত্তির শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক থিবো কোর্তোয়া।

গুছিয়ে উঠতে একটু সময় নেওয়া রেয়াল কর্নার পায় ষোড়শ মিনিটে। অহেলিয়া চুয়ামেনির হেড অনায়াসে ঠেকান গোলরক্ষক। লক্ষ্যে রেয়ালের প্রথম প্রচেষ্টা এটি। ২৩তম মিনিটে বক্সের বাইরে থেকে কিলিয়ান এমবাপের শট আটকে দেন ইউভেন্তুসের এক ডিফেন্ডার।

প্রথমার্ধে রেয়াল সবচেয়ে বড় সুযোগ পায় ৪০তম মিনিটে। বক্সের ভেতর বাঁ দিক থেকে এমবাপের কোনাকুনি শট ফিরিয়ে দেন সফরকারী গোলরক্ষক। দুই মিনিট পর বক্সের সামনে থেকে উড়িয়ে মারেন রেয়ালের এদের মিলিতাও।

৪৮তম মিনিটে মিলিতাওয়ের দৃঢ়তায় বেঁচে যায় রিয়াল। বক্সের ভেতর থেকে কালুলুর শট ঠেকিয়ে দেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। দুই মিনিট পর দলকে রক্ষা করেন কোর্তোয়া। পাল্টা আক্রমণে মাঝমাঠ থেকে বল ধরে সঙ্গে লেগে থাকা মিলিতাওয়ের বাধা এড়িয়ে বক্সে ঢুকে পড়েন দুসান ভ্লাহোভিচ, এই ফরোয়ার্ডের প্রচেষ্টা এগিয়ে এসে পা দিয়ে রুখে দেন কোর্তোয়া।

দ্বিতীয়ার্ধের শুরুর কঠিন সময় পেরিয়ে ৫৭তম মিনিটে এগিয়ে যায় রেয়াল। বক্সে প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়কে কাটিয়ে ভিনিসিউস জুনিয়রের নেওয়া শট পোস্টে লেগে ফেরার পর কাছ থেকে জালে পাঠান বেলিংহ্যাম।

কাঁধে অস্ত্রোপচারের কারণে মৌসুমের শুরুতে বেশ কয়েকটি ম্যাচে বাইরে ছিলেন এই ইংলিশ মিডফিল্ডার।

৭১তম মিনিটে ডাবল সেভে ব্যবধান বাড়তে দেননি ইউভেন্তুস গোলরক্ষক। বক্সের ভেতর থেকে এমবাপের শট আটকে দেওয়ার পর ব্রাহিম দিয়াসের প্রচেষ্টাও ঠেকান তিনি।

যোগ করা সময়ের প্রথম মিনিটে এমবাপের আরেকটি শট ঠেকান গোলরক্ষক। শেষ সময়ে ইউভেন্তুসের ফিলিপের জোরাল শট ফিরিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করেন কোর্তোয়া।

রিয়ালের হয়ে ৩০০তম ম্যাচ খেলতে নেমে বেশ কয়েকটি কঠিন সেভ করেছেন বেলজিয়াম গোলরক্ষক কোর্তোয়া। মাঝমাঠে খেলার নিয়ন্ত্রণ অনেকটাই ধরে রাখায় ম্যাচসেরা হয়েছেন তুর্কি মিডফিল্ডার আর্দা গুলার। অন্যদিকে, ম্যাচ জিতলেও রিয়ালের জন্য ধাক্কা হয়ে আসে দ্বিতীয়ার্ধে মাংসপেশির চোট নিয়ে রাউল অ্যাসেনসিও মাঠ ছাড়ার ঘটনায়।

এ নিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচের সবকটিতে জিতেছে রিয়াল। ৯ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান পঞ্চম। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে তাদের সামনে আছে যথাক্রমে পিএসজি, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান ও আর্সেনাল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বেলিংহামের গোলে জুভেন্তাসকে হারাল রিয়াল

প্রকাশের সময় : ১২:৫৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

জুন-জুলাইতে যুক্তরাষ্ট্রের মাটিতে ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সেই টুর্নামেন্ট থেকে বেশ লম্বা সময় ধরেই গোলখরায় ভুগছিলেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। মাঝে অবশ্য হাতের সার্জারির কারণে মাঠের বাইরেও থাকতে হয়েছিল তাকে।

বুধবার (২২ অক্টোবর) বেলিংহ্যামের করা একমাত্র গোলে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাসকে ১-০ ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে ইতালিয়ান ক্লাবটিকে আতিথ্য দিতে নেমে সবদিক থেকেই এগিয়ে ছিল রিয়াল। ৬৬ শতাংশ পজেশনের পাশাপাশি তারা ২৬টি শট নেয়, যার মধ্যে লক্ষ্যে ছিল ৯টি। অন্যদিকে, ১১টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পারে জুভেন্তাস। ম্যাচের ফল নির্ধারণী গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৫৭ মিনিট পর্যন্ত। ভিনিসিয়ুস জুনিয়রের শট পোস্টে লেগে ফিরলে নিকট দূরত্ব থেকে নেওয়া শটে খরা কাটান বেলিংহ্যাম।

সেরি আয় কোমোর বিপক্ষে ২-০ গোলে হেরে আসা ইউভেন্তুস প্রথম ১০ মিনিটে দুইবার সুযোগ তৈরি করে। সপ্তম মিনিটে সতীর্থের পাস ধরে ডান দিক দিয়ে বক্সে ঢুকে গোলমুখে কালুলুর বাড়ানো বল আটকে দেন রিয়াল ডিফেন্ডার রাউল আসেন্সিও।

দশম মিনিটে বক্সের বাইরে থেকে ওয়েস্টন ম্যাককেনির নিচু শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। চতুর্দশ মিনিটে ফেদেরিকো গাত্তির শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক থিবো কোর্তোয়া।

গুছিয়ে উঠতে একটু সময় নেওয়া রেয়াল কর্নার পায় ষোড়শ মিনিটে। অহেলিয়া চুয়ামেনির হেড অনায়াসে ঠেকান গোলরক্ষক। লক্ষ্যে রেয়ালের প্রথম প্রচেষ্টা এটি। ২৩তম মিনিটে বক্সের বাইরে থেকে কিলিয়ান এমবাপের শট আটকে দেন ইউভেন্তুসের এক ডিফেন্ডার।

প্রথমার্ধে রেয়াল সবচেয়ে বড় সুযোগ পায় ৪০তম মিনিটে। বক্সের ভেতর বাঁ দিক থেকে এমবাপের কোনাকুনি শট ফিরিয়ে দেন সফরকারী গোলরক্ষক। দুই মিনিট পর বক্সের সামনে থেকে উড়িয়ে মারেন রেয়ালের এদের মিলিতাও।

৪৮তম মিনিটে মিলিতাওয়ের দৃঢ়তায় বেঁচে যায় রিয়াল। বক্সের ভেতর থেকে কালুলুর শট ঠেকিয়ে দেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। দুই মিনিট পর দলকে রক্ষা করেন কোর্তোয়া। পাল্টা আক্রমণে মাঝমাঠ থেকে বল ধরে সঙ্গে লেগে থাকা মিলিতাওয়ের বাধা এড়িয়ে বক্সে ঢুকে পড়েন দুসান ভ্লাহোভিচ, এই ফরোয়ার্ডের প্রচেষ্টা এগিয়ে এসে পা দিয়ে রুখে দেন কোর্তোয়া।

দ্বিতীয়ার্ধের শুরুর কঠিন সময় পেরিয়ে ৫৭তম মিনিটে এগিয়ে যায় রেয়াল। বক্সে প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়কে কাটিয়ে ভিনিসিউস জুনিয়রের নেওয়া শট পোস্টে লেগে ফেরার পর কাছ থেকে জালে পাঠান বেলিংহ্যাম।

কাঁধে অস্ত্রোপচারের কারণে মৌসুমের শুরুতে বেশ কয়েকটি ম্যাচে বাইরে ছিলেন এই ইংলিশ মিডফিল্ডার।

৭১তম মিনিটে ডাবল সেভে ব্যবধান বাড়তে দেননি ইউভেন্তুস গোলরক্ষক। বক্সের ভেতর থেকে এমবাপের শট আটকে দেওয়ার পর ব্রাহিম দিয়াসের প্রচেষ্টাও ঠেকান তিনি।

যোগ করা সময়ের প্রথম মিনিটে এমবাপের আরেকটি শট ঠেকান গোলরক্ষক। শেষ সময়ে ইউভেন্তুসের ফিলিপের জোরাল শট ফিরিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করেন কোর্তোয়া।

রিয়ালের হয়ে ৩০০তম ম্যাচ খেলতে নেমে বেশ কয়েকটি কঠিন সেভ করেছেন বেলজিয়াম গোলরক্ষক কোর্তোয়া। মাঝমাঠে খেলার নিয়ন্ত্রণ অনেকটাই ধরে রাখায় ম্যাচসেরা হয়েছেন তুর্কি মিডফিল্ডার আর্দা গুলার। অন্যদিকে, ম্যাচ জিতলেও রিয়ালের জন্য ধাক্কা হয়ে আসে দ্বিতীয়ার্ধে মাংসপেশির চোট নিয়ে রাউল অ্যাসেনসিও মাঠ ছাড়ার ঘটনায়।

এ নিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচের সবকটিতে জিতেছে রিয়াল। ৯ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান পঞ্চম। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে তাদের সামনে আছে যথাক্রমে পিএসজি, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান ও আর্সেনাল।