স্পোর্টস ডেস্ক :
বয়স ৩৮ পেরিয়েছে। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে এখনও কদর পাচ্ছেন সাকিব আল হাসান। কদিন আগেই বাংলাদেশি এই অলরাউন্ডার খেলেছেন কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টে। সেটি শেষ করতে না করতেই একদিনেই তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ঘোষণা দিয়ে আবারও শিরোনামে উঠে এসেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।
সাকিব এবার খেলবেন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-টেন, যুক্তরাষ্ট্রের গ্লোবাল ক্রিকেট লিগ ইউএসএ এবং ভারতের ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে।
আবুধাবি টি-টেন লিগে সাকিব খেলবেন রয়্যাল চ্যাম্পস দলের হয়ে। এই দলে রয়েছেন ইংল্যান্ডের জেসন রয় ও শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো তারকারা। দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ দলের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। এই লিগ শুরু হবে আগামী ১৮ নভেম্বর।
ইনস্টাগ্রাম পোস্টে এই খবর নিশ্চিত করেছে রয়্যাল চ্যাম্পস। দলটির পোস্টে লেখা হয়েছে, ‘গ্লোবাল লিজেন্ড অ্যালার্ট! সাকিব আল হাসান এখন রয়্যাল চ্যাম্পস পরিবারে যোগ দিয়েছেন। একজন সত্যিকারের অলরাউন্ডার, ম্যাচ উইনার, এখন তিনি টি–টেন লিগের সদস্য।’
অন্যদিকে, ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল ক্রিকেট লিগ ইউএসএ-তে সাকিব খেলবেন হিউস্টন রাইডার্স দলের হয়ে। এই দলে আরও আছেন মোহাম্মদ আমির, আন্দ্রে ফ্লেচার, ইমাদ ওয়াসিম, মার্টিন গাপটিল এবং ইমরান তাহিরের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
তৃতীয় লিগ হিসেবে সাকিব যুক্ত হয়েছেন ভারতের ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের বকশী স্টেডিয়ামে ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। সাকিব নিজেই একটি ভিডিও বার্তায় লিগে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এই লিগেও তার সঙ্গে খেলবেন অস্ট্রেলিয়ার শন মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ক্রিস গেইল।
একসঙ্গে তিনটি লিগে খেলার এই ঘোষণা সাকিবের ব্যস্ত সূচিরই প্রমাণ দেয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে এখন রীতিমতো উড়ছেন তিনি।