Dhaka বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাকিবের গোলে হংকংয়ের বিপক্ষে ড্র করল বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ১৮৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ঢাকার মাঠে শেষ দিকে এসে কপাল পুড়েছে বাংলাদেশের। হার এড়াতে পারেনি। তবে হংকংয়ে গিয়ে স্বাগতিকদের সঙ্গে ঠিকই একটি পয়েন্ট আদায় করে নিয়েছে তারা। প্রথমার্ধে বাংলাদেশ এক গোলে পিছিয়ে ছিল। বিরতির পর ১০ জনের হংকংয়ের ওপর চড়াও হয়ে খেলে সফলও হয়েছে। শেষ পর্যন্ত এশিয়ান কাপ বাছাই পর্বে রাকিব হোসেনের গোলে হংকংয়ের বিপক্ষে সমতা নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) কাইতাক স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইপর্বের ফিরতি ম্যাচে হংকংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। দুই দলের আগের রোমাঞ্চকর লড়াইয়ে ঢাকার জাতীয় স্টেডিয়ামে গত বৃহস্পতিবার ৪-৩ গোলে হেরেছিল তারা।

‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় চার ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে হংকং। দুইয়ে থাকা সিঙ্গাপুরের পয়েন্ট তিন ম্যাচে ৫। ভারত তৃতীয় স্থানে রয়েছে সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে। তলানিতে থাকা বাংলাদেশের পয়েন্ট চার ম্যাচে ২। বাছাইয়ের বাধা পেরিয়ে এশিয়ান কাপের মূলপর্বে খেলার আশা তাদের প্রায় শেষ।

একাদশে তিনটি পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ দল। স্প্যানিশ কোচ কাবরেরা শুরুর একাদশে রাখেন শমিত সোম, জায়ান আহমেদ ও তপু বর্মণকে। জায়গা হারান তাজ উদ্দিন, সোহেল রানা জুনিয়র ও ফয়সাল আহমেদ ফাহিম।

রক্ষণ জমাট রাখার ছক কষেই খেলতে নামে লাল-সবুজ জার্সিধারীরা। তপু ও জায়ানের সঙ্গে ছিলেন শাকিল আহাদ তপু, তারিক রায়হান কাজী ও সাদ উদ্দিন। কিন্তু দুই দলের আগের ম্যাচের মতো এবারও রক্ষণভাগের ভুলের মাশুল দিতে হয় কাবরেরার দলকে। আর শেষদিকে ঘুরে দাঁড়ানোর আশা তৈরি হলেও তা পূর্ণতা পায়নি।

২২ মিনিট বল নিয়ে দারুণ ক্ষিপ্রতায় এগিয়ে যাওয়া শমিতকে পেছন থেকে জার্সি ধরে টেনে ফেলে দিয়েছিলেন হংকংয়ের এক ডিফেন্ডার। বক্সের একটু ওপর থেকে হামজার নেওয়া ফ্রিকিক রক্ষণ দেয়ালে লেগে বাইরে গেলে আর কিছু হয়নি। ৩৩ মিনিটে পেনাল্টি পায় হংকং। তারিক কাজী ফেলে দেন ফেরনান্দো পেরেরাকে। জাপানের রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে সময় নেননি। স্পটকিক থেকে ম্যাট অর গোলকিপারের বিপরীত দিক দিয়ে জাল কাঁপান।

৪৪ মিনিটে বাড়তে পারতো বিপদ। মিতুলের গ্লাভস গলে বল পেরিয়ে যাওয়ার পর এক ডিফেন্ডার দ্রুত ক্লিয়ার করেন।

বাংলাদেশও সুযোগ তৈরি করে লক্ষ্যে শট নিতে পারেনি। প্রথমার্ধের শেষ মিনিটে ডানদিক থেকে সাদ উদ্দিনের নিচু ক্রস ছিল। তা হেড দিয়ে শমিতের সামনে দেন হামজা, বল পোস্টের সামনে দাঁড়ানো শমিতের কাছে যাওয়ার ঠিক আগ মুহূর্তে হংকংয়ের এনগান চেউক পান কর্নারের বিনিময়ে রক্ষা করেন। তা না হলে গোলের ভালো সুযোগ ছিল।

বিরতির আগে হংকং অধিকাংশ সময় বল পায়ে রাখলেও দেখার মতো আক্রমণ গড়তে পারেনি। গোলমুখে তাদের নেওয়া তিনটি শটের দুটি ছিল লক্ষ্যে। আর বাংলাদেশ রক্ষণ সামলাতে মনোযোগী থাকায় প্রতিপক্ষের ডেরায় হানা দিতে পারেনি বললেই চলে। তারা গোলমুখে একটি শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ঢঙে খেলতে শুরু করে সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ। ৪৯তম মিনিটে নিজেদের অর্ধ থেকে তপু লম্বা করে পাস বাড়ান বিপজ্জনক জায়গায়। ডানদিক থেকে ছুটে যাওয়া সাদ তা কাজে লাগানোর আগেই বল লুফে নেন হংকংয়ের গোলরক্ষক কা উইং।

৬৪তম মিনিটে দুটি পরিবর্তন আনে বাংলাদেশ। জায়ান ও সোহেল রানাকে তুলে জামাল ভূঁইয়া ও ফাহামিদুল ইসলামকে নামানো হয়। তিন মিনিট পর ফাহামিদুলের জোরাল শট আটকে দেন উইং।

বাংলাদেশকে সুযোগ হাতছাড়ার হতাশায় পুড়তে হয় ৭৩তম মিনিটে। ডানপ্রান্ত থেকে দূরের পোস্টে সাদের নিখুঁত ক্রসে ঠিকঠাক পা ছোঁয়াতে পারেননি ফাঁকা জায়গা বানিয়ে নেওয়া ফাহামিদুল।

দুই মিনিট পর শমিতকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডসহ লাল কার্ড দেখেন অলিভার গারবিগ। একজন বেশি নিয়ে খেলার সুবিধা বাংলাদেশ আদায় করে ৮৪তম মিনিটে। বামদিক থেকে বদলি ফাহিমের দূরের পোস্টে ফেলা ক্রসে হেড করে বল মাটিতে নামান ফাহামিদুল। দারুণ ক্ষিপ্রতায় ছুটে নেওয়া শটে জাল কাঁপান রাকিব। এবারের বাছাইয়ে এটি তার দ্বিতীয় গোল।

সমতা টানার পর বাকি সময়ে জয়সূচক গোলের খোঁজ করতে থাকে বাংলাদেশ। তবে সত্যিকার অর্থে ভালো কোনো সুযোগ তারা বানাতে পারেনি। তাই ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় হামজা-শমিতদের।

ফাহিমের বাঁ প্রান্তের ক্রসে বক্সের ভিতরে ফাহামিদুলের সামনের দিকে ফেলা হেডে রাকিব দারুণ এক প্লেসিংয়ে গোল করে ম্যাচ জমিয়ে তোলেন। গোল করেই তাদের ডিজিটাল বোর্ডের ওপর বসে আনন্দ উদযাপন ছিল দেখার মতো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাকিবের গোলে হংকংয়ের বিপক্ষে ড্র করল বাংলাদেশ

রাকিবের গোলে হংকংয়ের বিপক্ষে ড্র করল বাংলাদেশ

প্রকাশের সময় : ০৯:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

ঢাকার মাঠে শেষ দিকে এসে কপাল পুড়েছে বাংলাদেশের। হার এড়াতে পারেনি। তবে হংকংয়ে গিয়ে স্বাগতিকদের সঙ্গে ঠিকই একটি পয়েন্ট আদায় করে নিয়েছে তারা। প্রথমার্ধে বাংলাদেশ এক গোলে পিছিয়ে ছিল। বিরতির পর ১০ জনের হংকংয়ের ওপর চড়াও হয়ে খেলে সফলও হয়েছে। শেষ পর্যন্ত এশিয়ান কাপ বাছাই পর্বে রাকিব হোসেনের গোলে হংকংয়ের বিপক্ষে সমতা নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) কাইতাক স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইপর্বের ফিরতি ম্যাচে হংকংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। দুই দলের আগের রোমাঞ্চকর লড়াইয়ে ঢাকার জাতীয় স্টেডিয়ামে গত বৃহস্পতিবার ৪-৩ গোলে হেরেছিল তারা।

‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় চার ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে হংকং। দুইয়ে থাকা সিঙ্গাপুরের পয়েন্ট তিন ম্যাচে ৫। ভারত তৃতীয় স্থানে রয়েছে সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে। তলানিতে থাকা বাংলাদেশের পয়েন্ট চার ম্যাচে ২। বাছাইয়ের বাধা পেরিয়ে এশিয়ান কাপের মূলপর্বে খেলার আশা তাদের প্রায় শেষ।

একাদশে তিনটি পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ দল। স্প্যানিশ কোচ কাবরেরা শুরুর একাদশে রাখেন শমিত সোম, জায়ান আহমেদ ও তপু বর্মণকে। জায়গা হারান তাজ উদ্দিন, সোহেল রানা জুনিয়র ও ফয়সাল আহমেদ ফাহিম।

রক্ষণ জমাট রাখার ছক কষেই খেলতে নামে লাল-সবুজ জার্সিধারীরা। তপু ও জায়ানের সঙ্গে ছিলেন শাকিল আহাদ তপু, তারিক রায়হান কাজী ও সাদ উদ্দিন। কিন্তু দুই দলের আগের ম্যাচের মতো এবারও রক্ষণভাগের ভুলের মাশুল দিতে হয় কাবরেরার দলকে। আর শেষদিকে ঘুরে দাঁড়ানোর আশা তৈরি হলেও তা পূর্ণতা পায়নি।

২২ মিনিট বল নিয়ে দারুণ ক্ষিপ্রতায় এগিয়ে যাওয়া শমিতকে পেছন থেকে জার্সি ধরে টেনে ফেলে দিয়েছিলেন হংকংয়ের এক ডিফেন্ডার। বক্সের একটু ওপর থেকে হামজার নেওয়া ফ্রিকিক রক্ষণ দেয়ালে লেগে বাইরে গেলে আর কিছু হয়নি। ৩৩ মিনিটে পেনাল্টি পায় হংকং। তারিক কাজী ফেলে দেন ফেরনান্দো পেরেরাকে। জাপানের রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে সময় নেননি। স্পটকিক থেকে ম্যাট অর গোলকিপারের বিপরীত দিক দিয়ে জাল কাঁপান।

৪৪ মিনিটে বাড়তে পারতো বিপদ। মিতুলের গ্লাভস গলে বল পেরিয়ে যাওয়ার পর এক ডিফেন্ডার দ্রুত ক্লিয়ার করেন।

বাংলাদেশও সুযোগ তৈরি করে লক্ষ্যে শট নিতে পারেনি। প্রথমার্ধের শেষ মিনিটে ডানদিক থেকে সাদ উদ্দিনের নিচু ক্রস ছিল। তা হেড দিয়ে শমিতের সামনে দেন হামজা, বল পোস্টের সামনে দাঁড়ানো শমিতের কাছে যাওয়ার ঠিক আগ মুহূর্তে হংকংয়ের এনগান চেউক পান কর্নারের বিনিময়ে রক্ষা করেন। তা না হলে গোলের ভালো সুযোগ ছিল।

বিরতির আগে হংকং অধিকাংশ সময় বল পায়ে রাখলেও দেখার মতো আক্রমণ গড়তে পারেনি। গোলমুখে তাদের নেওয়া তিনটি শটের দুটি ছিল লক্ষ্যে। আর বাংলাদেশ রক্ষণ সামলাতে মনোযোগী থাকায় প্রতিপক্ষের ডেরায় হানা দিতে পারেনি বললেই চলে। তারা গোলমুখে একটি শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ঢঙে খেলতে শুরু করে সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ। ৪৯তম মিনিটে নিজেদের অর্ধ থেকে তপু লম্বা করে পাস বাড়ান বিপজ্জনক জায়গায়। ডানদিক থেকে ছুটে যাওয়া সাদ তা কাজে লাগানোর আগেই বল লুফে নেন হংকংয়ের গোলরক্ষক কা উইং।

৬৪তম মিনিটে দুটি পরিবর্তন আনে বাংলাদেশ। জায়ান ও সোহেল রানাকে তুলে জামাল ভূঁইয়া ও ফাহামিদুল ইসলামকে নামানো হয়। তিন মিনিট পর ফাহামিদুলের জোরাল শট আটকে দেন উইং।

বাংলাদেশকে সুযোগ হাতছাড়ার হতাশায় পুড়তে হয় ৭৩তম মিনিটে। ডানপ্রান্ত থেকে দূরের পোস্টে সাদের নিখুঁত ক্রসে ঠিকঠাক পা ছোঁয়াতে পারেননি ফাঁকা জায়গা বানিয়ে নেওয়া ফাহামিদুল।

দুই মিনিট পর শমিতকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডসহ লাল কার্ড দেখেন অলিভার গারবিগ। একজন বেশি নিয়ে খেলার সুবিধা বাংলাদেশ আদায় করে ৮৪তম মিনিটে। বামদিক থেকে বদলি ফাহিমের দূরের পোস্টে ফেলা ক্রসে হেড করে বল মাটিতে নামান ফাহামিদুল। দারুণ ক্ষিপ্রতায় ছুটে নেওয়া শটে জাল কাঁপান রাকিব। এবারের বাছাইয়ে এটি তার দ্বিতীয় গোল।

সমতা টানার পর বাকি সময়ে জয়সূচক গোলের খোঁজ করতে থাকে বাংলাদেশ। তবে সত্যিকার অর্থে ভালো কোনো সুযোগ তারা বানাতে পারেনি। তাই ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় হামজা-শমিতদের।

ফাহিমের বাঁ প্রান্তের ক্রসে বক্সের ভিতরে ফাহামিদুলের সামনের দিকে ফেলা হেডে রাকিব দারুণ এক প্লেসিংয়ে গোল করে ম্যাচ জমিয়ে তোলেন। গোল করেই তাদের ডিজিটাল বোর্ডের ওপর বসে আনন্দ উদযাপন ছিল দেখার মতো।