Dhaka সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএলে থাকছেন কি না জানালেন ফরচুন বরিশাল মালিক

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ১৮৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আসন্ন আসরে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। সংক্ষিপ্ত প্রস্তুতির সময়ের কারণে দলটি বিপিএল গভর্নিং কাউন্সিলকে টুর্নামেন্টের সময়সূচি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে।

সম্প্রতি বিপিএল গভর্নিং কাউন্সিল ঘোষণা দিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে পরবর্তী বিপিএল, যেখানে থাকবে মাত্র ৫টি দল। এর পাশাপাশি নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকানা অধিকার পেতে আগ্রহী প্রতিষ্ঠানের কাছে ‘আগ্রহপত্র’ আহ্বান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ১২ থেকে ১৬তম আসরের জন্য টানা পাঁচ মৌসুমের ফ্র্যাঞ্চাইজি মালিকানা প্রদান করা হবে। সম্ভাব্য ১০টি অঞ্চল নির্ধারণ করা হয়েছে– বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর এবং সিলেট।

এই ঘোষণার পর গুঞ্জন শুরু হয় যে ফরচুন এবার বিপিএলে থাকছে না। তবে ক্লাবটির মালিক মিজানুর রহমান বিষয়টি নাকচ করে বলেন, আমি কখনো বলিনি যে আমরা বিপিএল খেলবো না। আমি শুধু বলেছি, এত কম সময়ে আমাদের মতো দলের জন্য প্রস্তুতি নেওয়া খুবই কঠিন।

তিনি বলেন, আমাদের খেলোয়াড় থাকলেও তাদের আনতে হবে, বাজেট তৈরি করতে হবে, যন্ত্রপাতি আনতে হবে- এসব করতে গেলে ১ থেকে দেড় মাস সময় যথেষ্ট না। আমরা চেয়েছি একটু সময় দেওয়া হোক। সময় পেলে আমরা অবশ্যই খেলবো। খেলাটার সঙ্গেই তো আমরা সবসময় আছি।

তিনি উল্লেখ করেন, রংপুরকেও জিজ্ঞেস করুন, তারাও সম্ভবত এ সময়ের মধ্যে খেলতে আগ্রহী না। যাদের অভিজ্ঞতা কম তারাই এমন অল্প সময়ের মধ্যে খেলতে চাইবে।

তিনি প্রস্তাব দেন, এপ্রিল-মে মাসে খেলানো যায়। তাড়াহুড়ো করে আয়োজন করে কী লাভ? বরং ভালোভাবে আয়োজন করা হোক।

এছাড়া দলের অধিনায়ক তামিম ইকবালের খেলা নিয়েও গুঞ্জন উঠেছিল। কারণ, নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বে সব ধরণের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছিলেন তামিম।

তবে এ বিষয়ে মিজানুর বলেন, তামিম বিপিএল খেলবে না এমন কিছু বলেনি। আমি তো ওকে বলব খেলার জন্য। আমার বিশ্বাস, যদি বরিশাল অংশ নেয়, তামিম অবশ্যই খেলবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিপিএলে থাকছেন কি না জানালেন ফরচুন বরিশাল মালিক

প্রকাশের সময় : ০১:০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আসন্ন আসরে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। সংক্ষিপ্ত প্রস্তুতির সময়ের কারণে দলটি বিপিএল গভর্নিং কাউন্সিলকে টুর্নামেন্টের সময়সূচি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে।

সম্প্রতি বিপিএল গভর্নিং কাউন্সিল ঘোষণা দিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে পরবর্তী বিপিএল, যেখানে থাকবে মাত্র ৫টি দল। এর পাশাপাশি নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকানা অধিকার পেতে আগ্রহী প্রতিষ্ঠানের কাছে ‘আগ্রহপত্র’ আহ্বান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ১২ থেকে ১৬তম আসরের জন্য টানা পাঁচ মৌসুমের ফ্র্যাঞ্চাইজি মালিকানা প্রদান করা হবে। সম্ভাব্য ১০টি অঞ্চল নির্ধারণ করা হয়েছে– বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর এবং সিলেট।

এই ঘোষণার পর গুঞ্জন শুরু হয় যে ফরচুন এবার বিপিএলে থাকছে না। তবে ক্লাবটির মালিক মিজানুর রহমান বিষয়টি নাকচ করে বলেন, আমি কখনো বলিনি যে আমরা বিপিএল খেলবো না। আমি শুধু বলেছি, এত কম সময়ে আমাদের মতো দলের জন্য প্রস্তুতি নেওয়া খুবই কঠিন।

তিনি বলেন, আমাদের খেলোয়াড় থাকলেও তাদের আনতে হবে, বাজেট তৈরি করতে হবে, যন্ত্রপাতি আনতে হবে- এসব করতে গেলে ১ থেকে দেড় মাস সময় যথেষ্ট না। আমরা চেয়েছি একটু সময় দেওয়া হোক। সময় পেলে আমরা অবশ্যই খেলবো। খেলাটার সঙ্গেই তো আমরা সবসময় আছি।

তিনি উল্লেখ করেন, রংপুরকেও জিজ্ঞেস করুন, তারাও সম্ভবত এ সময়ের মধ্যে খেলতে আগ্রহী না। যাদের অভিজ্ঞতা কম তারাই এমন অল্প সময়ের মধ্যে খেলতে চাইবে।

তিনি প্রস্তাব দেন, এপ্রিল-মে মাসে খেলানো যায়। তাড়াহুড়ো করে আয়োজন করে কী লাভ? বরং ভালোভাবে আয়োজন করা হোক।

এছাড়া দলের অধিনায়ক তামিম ইকবালের খেলা নিয়েও গুঞ্জন উঠেছিল। কারণ, নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বে সব ধরণের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছিলেন তামিম।

তবে এ বিষয়ে মিজানুর বলেন, তামিম বিপিএল খেলবে না এমন কিছু বলেনি। আমি তো ওকে বলব খেলার জন্য। আমার বিশ্বাস, যদি বরিশাল অংশ নেয়, তামিম অবশ্যই খেলবে।