Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মোরসালিনের গোলে ভুটানকে হারালো বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৫২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
  • ১৯২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ম্যাচের শুরুতেই প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় বাংলাদেশ। সেই ভুলের সুবাদে পাওয়া গোলই শেষ পর্যন্ত গড়ে দেয় ম্যাচের পার্থক্য। প্রথম ফিফা প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে কোনোমতে জয় পায় বাংলাদেশ। তবে জয় পেলেও স্বস্তি মিলেনি লাল-সবুজ জার্সিধারীদের। দলের হয়ে জয়সূচক গোলটি করেন মোরসালিন। প্রথমার্ধে দলের পক্ষে একমাত্র গোলটি করেন এই স্ট্রাইকার।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ম্যাচে শুরুর একাদশে নেই নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া। তাকে বদলি হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। জামাল না থাকায় অভিজ্ঞ তপু বর্মণকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।

ম্যাচে ৪-৩-৩ ফরম্যাশনে খেলা শুরু করে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই রক্ষণে জোর দিয়ে আক্রমণে ওঠেন মোরসালিনরা। তাতে গোলও পেয়ে যায় বাংলাদেশ। পঞ্চম মিনিটে কর্নারের কাছাকাছি থেকে রাকিব হোসেনের ক্রস গ্লাভসে জমাতে পারেননি ধেনদুপ তিসেরাং। হাত ফসকে বেরিয়ে যাওয়া বলে দ্রুত টোকায় জাল খুঁজে নেন মোরসালিন।

অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার ও নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে বাইরে রেখে ভুটান ম্যাচের একাদশ সাজান কাবরেরা।

ষষ্ঠ মিনিটে গোলরক্ষক তালগোল পাকালে এগিয়ে যায় বাংলাদেশ। কর্নারের কাছাকাছি থেকে রাকিব হোসেনের ক্রস গ্লাভসে জমাতে পারেননি ধেনদুপ তিসেরাং। তার হাত ফসকে বেরিয়ে যাওয়া বল মোরসালিনের গায়ে লেগে পোস্টের দিকে যাচ্ছিল, দ্রুত টোকায় বাকিটুকু সারেন এই ফরোয়ার্ডই।

ভুটানের জালে এ নিয়ে দ্বিতীয় গোল করলেন মোরসালিন, সব মিলিয়ে তরুণ এই ফরোয়ার্ডের আন্তর্জাতিক ফুটবলে গোল সংখ্যা দাঁড়াল পাঁচটি। গত সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-১ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচেও একবার জালের দেখা পেয়েছিলেন তিনি। ম্যাচে এমন মুহূর্ত আর আসেনি বাংলাদেশের সামনে।

অষ্টাদশ মিনিটে সতীর্থের লং ক্রস গতিতে সাদউদ্দিনকে পেছনে ফেলে নিয়ন্ত্রণে নেন নিমা ওয়াংদি। কিন্তু তার শট পোস্ট ছেড়ে বেরিয়ে এসে কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন মিতুল মারমা। কর্নারে ইয়েশে গাইয়েতলসেনের হেড দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

এরপর দুই দলের খেলায় গতি কমে যায় আরও। বিরতির আগ পর্যন্ত কোনো দলই পারেনি তেমন কোনো সুযোগ তৈরি করতে।

প্রথমার্ধের যোগ করা সময়ে হঠাৎই টার্ফে শুয়ে পড়েন রাকিব। কিছুক্ষণ পর উঠে দাঁড়ান এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে তাকে আর নামাননি কাবরেরা, বদলি নামেন শাহরিয়ার ইমন।

দ্বিতীয়ার্ধেও খেলা চলতে থাকে একই ধাঁচে, ধীরলয়ে। ৬১তম মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমকে তুলে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের রাব্বী হোসেন রাহুলকে নামান কাবরেরা। লাল-সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষাও ফুরালো এই ফরোয়ার্ডের।

৭৪তম মিনিটে হৃদয়ের বদলি নামেন জামাল। এরপরই ভুটান আক্রমণ শাণায়। তবে সতীর্থের ক্রসে দূরের পোস্টে থাকা বিকাশ প্রধান ছুটে গিয়ে পা চালালেও পাননি বলের নাগাল। ১০ মিনিট পর সতীর্থের ফ্রি কিকে একই ভাবে পা-বলের সংযোগ ঘটাতে পারেন পেমা ধেনদুপ।

৮৭তম মিনিটে ভালো আড়াআড়ি ক্রস বাড়িয়েছিলেন মোরসালিন, কিন্তু ইমন পা ছোঁয়ালেও বল পোস্টে রাখতে পারেননি। নিখুঁত স্লাইডে ক্লিয়ার করেন এক ডিফেন্ডার। বাকি সময় নির্বিঘ্নে পার করে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এ নিয়ে পরিসংখ্যানে ভুটানের ওপর আধিপত্য আরও বাড়াল বাংলাদেশ। ১৫ ম্যাচে বাংলাদেশের জয় এখন ১২টি, বাকি দুই ম্যাচ ড্র ও একটিতে হার। সেই হারটি ছিল ভুটানের মাঠে, ২০১৬ সালে এশিয়ান কাপের বাছাইয়ে। এবার ভুটানের টার্ফে খেলা বলে আট বছর আগের অতীতের প্রসঙ্গ ফিরেছিল আলোচনায়, প্রথম প্রীতি ম্যাচে অন্তত দুঃস্বপ্নের পুনরাবৃত্তি হতে দেয়নি কাবরেরার দল।

এশিয়ান কাপের বাছাইয়ের ড্র সামনে রেখে র‌্যাঙ্কিংয়ে উন্নতির জন্য যেকোনো মূল্যে বাংলাদেশের চাওয়া ছিল জয়। প্রথম ম্যাচ জিতে চাওয়া পূরণের পথেও এগিয়ে গেল দল।

দ্বিতীয় প্রীতি ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে আগামী ৮ সেপ্টেম্বর।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

মোরসালিনের গোলে ভুটানকে হারালো বাংলাদেশ

প্রকাশের সময় : ০৯:৫২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

ম্যাচের শুরুতেই প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় বাংলাদেশ। সেই ভুলের সুবাদে পাওয়া গোলই শেষ পর্যন্ত গড়ে দেয় ম্যাচের পার্থক্য। প্রথম ফিফা প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে কোনোমতে জয় পায় বাংলাদেশ। তবে জয় পেলেও স্বস্তি মিলেনি লাল-সবুজ জার্সিধারীদের। দলের হয়ে জয়সূচক গোলটি করেন মোরসালিন। প্রথমার্ধে দলের পক্ষে একমাত্র গোলটি করেন এই স্ট্রাইকার।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ম্যাচে শুরুর একাদশে নেই নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া। তাকে বদলি হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। জামাল না থাকায় অভিজ্ঞ তপু বর্মণকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।

ম্যাচে ৪-৩-৩ ফরম্যাশনে খেলা শুরু করে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই রক্ষণে জোর দিয়ে আক্রমণে ওঠেন মোরসালিনরা। তাতে গোলও পেয়ে যায় বাংলাদেশ। পঞ্চম মিনিটে কর্নারের কাছাকাছি থেকে রাকিব হোসেনের ক্রস গ্লাভসে জমাতে পারেননি ধেনদুপ তিসেরাং। হাত ফসকে বেরিয়ে যাওয়া বলে দ্রুত টোকায় জাল খুঁজে নেন মোরসালিন।

অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার ও নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে বাইরে রেখে ভুটান ম্যাচের একাদশ সাজান কাবরেরা।

ষষ্ঠ মিনিটে গোলরক্ষক তালগোল পাকালে এগিয়ে যায় বাংলাদেশ। কর্নারের কাছাকাছি থেকে রাকিব হোসেনের ক্রস গ্লাভসে জমাতে পারেননি ধেনদুপ তিসেরাং। তার হাত ফসকে বেরিয়ে যাওয়া বল মোরসালিনের গায়ে লেগে পোস্টের দিকে যাচ্ছিল, দ্রুত টোকায় বাকিটুকু সারেন এই ফরোয়ার্ডই।

ভুটানের জালে এ নিয়ে দ্বিতীয় গোল করলেন মোরসালিন, সব মিলিয়ে তরুণ এই ফরোয়ার্ডের আন্তর্জাতিক ফুটবলে গোল সংখ্যা দাঁড়াল পাঁচটি। গত সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-১ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচেও একবার জালের দেখা পেয়েছিলেন তিনি। ম্যাচে এমন মুহূর্ত আর আসেনি বাংলাদেশের সামনে।

অষ্টাদশ মিনিটে সতীর্থের লং ক্রস গতিতে সাদউদ্দিনকে পেছনে ফেলে নিয়ন্ত্রণে নেন নিমা ওয়াংদি। কিন্তু তার শট পোস্ট ছেড়ে বেরিয়ে এসে কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন মিতুল মারমা। কর্নারে ইয়েশে গাইয়েতলসেনের হেড দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

এরপর দুই দলের খেলায় গতি কমে যায় আরও। বিরতির আগ পর্যন্ত কোনো দলই পারেনি তেমন কোনো সুযোগ তৈরি করতে।

প্রথমার্ধের যোগ করা সময়ে হঠাৎই টার্ফে শুয়ে পড়েন রাকিব। কিছুক্ষণ পর উঠে দাঁড়ান এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে তাকে আর নামাননি কাবরেরা, বদলি নামেন শাহরিয়ার ইমন।

দ্বিতীয়ার্ধেও খেলা চলতে থাকে একই ধাঁচে, ধীরলয়ে। ৬১তম মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমকে তুলে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের রাব্বী হোসেন রাহুলকে নামান কাবরেরা। লাল-সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষাও ফুরালো এই ফরোয়ার্ডের।

৭৪তম মিনিটে হৃদয়ের বদলি নামেন জামাল। এরপরই ভুটান আক্রমণ শাণায়। তবে সতীর্থের ক্রসে দূরের পোস্টে থাকা বিকাশ প্রধান ছুটে গিয়ে পা চালালেও পাননি বলের নাগাল। ১০ মিনিট পর সতীর্থের ফ্রি কিকে একই ভাবে পা-বলের সংযোগ ঘটাতে পারেন পেমা ধেনদুপ।

৮৭তম মিনিটে ভালো আড়াআড়ি ক্রস বাড়িয়েছিলেন মোরসালিন, কিন্তু ইমন পা ছোঁয়ালেও বল পোস্টে রাখতে পারেননি। নিখুঁত স্লাইডে ক্লিয়ার করেন এক ডিফেন্ডার। বাকি সময় নির্বিঘ্নে পার করে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এ নিয়ে পরিসংখ্যানে ভুটানের ওপর আধিপত্য আরও বাড়াল বাংলাদেশ। ১৫ ম্যাচে বাংলাদেশের জয় এখন ১২টি, বাকি দুই ম্যাচ ড্র ও একটিতে হার। সেই হারটি ছিল ভুটানের মাঠে, ২০১৬ সালে এশিয়ান কাপের বাছাইয়ে। এবার ভুটানের টার্ফে খেলা বলে আট বছর আগের অতীতের প্রসঙ্গ ফিরেছিল আলোচনায়, প্রথম প্রীতি ম্যাচে অন্তত দুঃস্বপ্নের পুনরাবৃত্তি হতে দেয়নি কাবরেরার দল।

এশিয়ান কাপের বাছাইয়ের ড্র সামনে রেখে র‌্যাঙ্কিংয়ে উন্নতির জন্য যেকোনো মূল্যে বাংলাদেশের চাওয়া ছিল জয়। প্রথম ম্যাচ জিতে চাওয়া পূরণের পথেও এগিয়ে গেল দল।

দ্বিতীয় প্রীতি ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে আগামী ৮ সেপ্টেম্বর।