Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নারী সাংবাদিককে জাপটে ধরে চুমু খেলেন সালমান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:২৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • ১৯৮ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

কয়েক দিন আগে সহকর্মী ইমরান হাশমিকে চুমু খেয়েছিলেন সালমান খান। কোনো পুরুষের সঙ্গে ভাইজানের এমন কাণ্ডে নড়েচড়ে বসেছিলেন সবাই। তার রেশ কাটতেই ফের চুমু কাণ্ডে সালমান। এবার এক নারী সাংবাদিককে জাপটে ধরে চুমু দিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গোয়ায় আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন সালমান খান। তার প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারেই তৈরি ‘ফারে’ ছবির গোটা টিমের সঙ্গে ছবি তোলার পর রেড কার্পেটে পা রাখতেই পুরোনো সাংবাদিক বন্ধুকে খুঁজে পেলেন সেখানে। নিরাপত্তা বলয় ভেঙেই সেই নারী সাংবাদিককে জড়িয়ে ধরে চুম্বন করলেন।

এদিকে ওই নারীও বেশ স্বাভাবিকভাবে নিয়েছেন বিষয়টি। রসিকতা করে সালমানকে তিনি বলেন, ‘নাটক করিস না তো!’

সেখানেই শেষ নয়। কিছুটা এগিয়ে গিয়ে ফের পিছিয়ে আসেন তিনি। তখন আবার ওই বান্ধবীর ঠোঁটেও চুম্বন করতে উদ্যত হন ভাইজান। থতমত খেয়ে পিছিয়ে আসেন সালমানের ওই বান্ধবী। তা দেখে অবশ্য হেসেই খুন তারকা।

salman khan hugged and kissed old lady video viral – IFFI 2023 : Salman  Khan did a bad thing in the crowd, the video went viral in a few seconds

এদিকে মুহূর্তেই ওই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। নেটিজেনরাও অবাক হয়েছেন সালমানের এমন আচরণ দেখে। কেননা নিজের ছবিতে কখনও চুমু খেতে দেখা যায়নি তাকে। এবার সেই সালমান বাস্তবে চুমুর ক্ষেত্রে নারী, পুরুষ বাছ বিচার করছেন না। অনেকেই মানতে পারছেন না বিষয়টি।

‘টাইগার ৩’র সুবাদে বছর চারেকের ফ্লপ কেরিয়ার ঘুরে দাঁড়িয়েছে ভাইজানের। স্পাই অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘টাইগার ৩’ পরিচালনা করেছেন মনীশ শর্মা।

সিনেমায় সালমান এবং ক্যাটরিনা কাইফ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ভিলেনের চরিত্রে দেখা গেছে ইমরান হাশমিকে। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

নারী সাংবাদিককে জাপটে ধরে চুমু খেলেন সালমান

প্রকাশের সময় : ০২:২৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : 

কয়েক দিন আগে সহকর্মী ইমরান হাশমিকে চুমু খেয়েছিলেন সালমান খান। কোনো পুরুষের সঙ্গে ভাইজানের এমন কাণ্ডে নড়েচড়ে বসেছিলেন সবাই। তার রেশ কাটতেই ফের চুমু কাণ্ডে সালমান। এবার এক নারী সাংবাদিককে জাপটে ধরে চুমু দিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গোয়ায় আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন সালমান খান। তার প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারেই তৈরি ‘ফারে’ ছবির গোটা টিমের সঙ্গে ছবি তোলার পর রেড কার্পেটে পা রাখতেই পুরোনো সাংবাদিক বন্ধুকে খুঁজে পেলেন সেখানে। নিরাপত্তা বলয় ভেঙেই সেই নারী সাংবাদিককে জড়িয়ে ধরে চুম্বন করলেন।

এদিকে ওই নারীও বেশ স্বাভাবিকভাবে নিয়েছেন বিষয়টি। রসিকতা করে সালমানকে তিনি বলেন, ‘নাটক করিস না তো!’

সেখানেই শেষ নয়। কিছুটা এগিয়ে গিয়ে ফের পিছিয়ে আসেন তিনি। তখন আবার ওই বান্ধবীর ঠোঁটেও চুম্বন করতে উদ্যত হন ভাইজান। থতমত খেয়ে পিছিয়ে আসেন সালমানের ওই বান্ধবী। তা দেখে অবশ্য হেসেই খুন তারকা।

salman khan hugged and kissed old lady video viral – IFFI 2023 : Salman  Khan did a bad thing in the crowd, the video went viral in a few seconds

এদিকে মুহূর্তেই ওই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। নেটিজেনরাও অবাক হয়েছেন সালমানের এমন আচরণ দেখে। কেননা নিজের ছবিতে কখনও চুমু খেতে দেখা যায়নি তাকে। এবার সেই সালমান বাস্তবে চুমুর ক্ষেত্রে নারী, পুরুষ বাছ বিচার করছেন না। অনেকেই মানতে পারছেন না বিষয়টি।

‘টাইগার ৩’র সুবাদে বছর চারেকের ফ্লপ কেরিয়ার ঘুরে দাঁড়িয়েছে ভাইজানের। স্পাই অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘টাইগার ৩’ পরিচালনা করেছেন মনীশ শর্মা।

সিনেমায় সালমান এবং ক্যাটরিনা কাইফ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ভিলেনের চরিত্রে দেখা গেছে ইমরান হাশমিকে। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।