Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সালাহর রেকর্ড গোলে জিতল লিভারপুল

স্পোর্টস ডেস্ক : 

ইংলিশ প্রিমিয়ার লিগে দুঃস্বপ্নের মত এক মৌসুম কাটছে লিভারপুলের। মৌসুমের শুরু থেকেই ছন্দে নেই ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগেও শেষ ষোলো থেকেই ছিটকে গেছে দলটি। এদিকে মৌসুমের শেষ দিকে কিছুটা ছন্দ ফিরে পেলে স্বস্তিতে দলটি। শনিবার (৬ মে) ঘরের মাঠে সালহার একমাত্র গোলে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ক্লপের দল। তবে এদিন অ্যানফিল্ডে ম্যাচ শেষে দারুণ কীর্তি নিয়ে মাঠ ছাড়লেন দলটির স্ট্রাইকার মোহামেদ সালাহ।

১৩ মিনিটের ওই গোলে ক্লাব ও জাতীয় দলের হয়ে সর্বকালের শীর্ষ গোলদাতা হলেন মিশরীয় ফরোয়ার্ড। ভার্জিল ফন ডাইকের হেড থেকে ডান পায়ের টোকাটা বলে ঠিকমতো না লাগলেও গোল লাইন পেরিয়ে যায়। এরইসঙ্গে লিভারপুলের ১৩১ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে অ্যানফিল্ডে টানা ৯ ম্যাচে গোল করলেন।

ব্রেন্টফোর্ড ৪০তম মিনিটে একটি গোল শোধ দিয়েছিল। ব্রায়ান এমবেউমোর ওই গোলটি ভিএআরে সূক্ষ্ম অফসাইডের কারণে বাতিল হয়।

Image

পরে ডারউইন নুনেজ ও কডি গাকপো ভালো সুযোগ নষ্ট করলে লিভারপুল ব্যবধান বাড়াতে পারেনি। সালাহর একমাত্র গোলেই ম্যাচ জেতে তারা।

ক্লাব ও দেশের হয়ে সালাহর গোল সংখ্যা এখন ৩১৪। পরিসংখ্যান অ্যাপ স্টার ফুটবল অনুযায়ী, বুধবার ফুলহ্যামের বিপক্ষে গোল করে মিশরের সাবেক অধিনায়ক হোসাম হাসানের রেকর্ড স্পর্শ করেন তিনি।

মিশরের হয়ে ৫১ গোল করা সালাহর অন্য ক্লাব গোল রোমা (৩৪), ফিওরেন্তিনা (৯), চেলসি (২), বাসেল (২০) ও শৈশবের ক্লাব আল মোকাওলুন আল-আরবের (২০) জার্সিতে।

লিভারপুলের ঘরের মাঠে সালাহর এটি শততম গোলও। শততমের মাইলফলক ছুঁয়েছেন আরও একজন। লিভারপুলের হয়ে ১০০তম ‘ক্লিন শিট’ (গোল না খাওয়া) ম্যাচ খেললেন গোলকিপার আলিসন বেকার।

২০১৭ সালে যোগ দেওয়ার পর লিভারপুলের হয়ে এটি ছিল সালাহর ১৮৬তম গোল। ক্লাবের ইতিহাসের পঞ্চম শীর্ষ গোলদাতা সাবেক অধিনায়ক স্টিভ জেরার্ডের পাশে বসলেন তিনি। অ্যানফিল্ডে ৩০ বছর বয়সি ফরোয়ার্ডের এটি ছিল শততম গোল।

লিগে টানা ষষ্ঠ জয়ে ৩৫ ম্যাচে ৬২ পয়েন্ট সংগ্রহে পাঁচে উঠে এল লিভারপুল। ৩৩ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চারে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ব্যবধান একমাত্র ১ পয়েন্টের। ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জোর করে চাপিয়ে দেয়া শিক্ষা সম্ভাবনা নষ্ট করে দেয় : হাসনাত আব্দুল্লাহ

সালাহর রেকর্ড গোলে জিতল লিভারপুল

প্রকাশের সময় : ০৩:৪৬:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

ইংলিশ প্রিমিয়ার লিগে দুঃস্বপ্নের মত এক মৌসুম কাটছে লিভারপুলের। মৌসুমের শুরু থেকেই ছন্দে নেই ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগেও শেষ ষোলো থেকেই ছিটকে গেছে দলটি। এদিকে মৌসুমের শেষ দিকে কিছুটা ছন্দ ফিরে পেলে স্বস্তিতে দলটি। শনিবার (৬ মে) ঘরের মাঠে সালহার একমাত্র গোলে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ক্লপের দল। তবে এদিন অ্যানফিল্ডে ম্যাচ শেষে দারুণ কীর্তি নিয়ে মাঠ ছাড়লেন দলটির স্ট্রাইকার মোহামেদ সালাহ।

১৩ মিনিটের ওই গোলে ক্লাব ও জাতীয় দলের হয়ে সর্বকালের শীর্ষ গোলদাতা হলেন মিশরীয় ফরোয়ার্ড। ভার্জিল ফন ডাইকের হেড থেকে ডান পায়ের টোকাটা বলে ঠিকমতো না লাগলেও গোল লাইন পেরিয়ে যায়। এরইসঙ্গে লিভারপুলের ১৩১ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে অ্যানফিল্ডে টানা ৯ ম্যাচে গোল করলেন।

ব্রেন্টফোর্ড ৪০তম মিনিটে একটি গোল শোধ দিয়েছিল। ব্রায়ান এমবেউমোর ওই গোলটি ভিএআরে সূক্ষ্ম অফসাইডের কারণে বাতিল হয়।

Image

পরে ডারউইন নুনেজ ও কডি গাকপো ভালো সুযোগ নষ্ট করলে লিভারপুল ব্যবধান বাড়াতে পারেনি। সালাহর একমাত্র গোলেই ম্যাচ জেতে তারা।

ক্লাব ও দেশের হয়ে সালাহর গোল সংখ্যা এখন ৩১৪। পরিসংখ্যান অ্যাপ স্টার ফুটবল অনুযায়ী, বুধবার ফুলহ্যামের বিপক্ষে গোল করে মিশরের সাবেক অধিনায়ক হোসাম হাসানের রেকর্ড স্পর্শ করেন তিনি।

মিশরের হয়ে ৫১ গোল করা সালাহর অন্য ক্লাব গোল রোমা (৩৪), ফিওরেন্তিনা (৯), চেলসি (২), বাসেল (২০) ও শৈশবের ক্লাব আল মোকাওলুন আল-আরবের (২০) জার্সিতে।

লিভারপুলের ঘরের মাঠে সালাহর এটি শততম গোলও। শততমের মাইলফলক ছুঁয়েছেন আরও একজন। লিভারপুলের হয়ে ১০০তম ‘ক্লিন শিট’ (গোল না খাওয়া) ম্যাচ খেললেন গোলকিপার আলিসন বেকার।

২০১৭ সালে যোগ দেওয়ার পর লিভারপুলের হয়ে এটি ছিল সালাহর ১৮৬তম গোল। ক্লাবের ইতিহাসের পঞ্চম শীর্ষ গোলদাতা সাবেক অধিনায়ক স্টিভ জেরার্ডের পাশে বসলেন তিনি। অ্যানফিল্ডে ৩০ বছর বয়সি ফরোয়ার্ডের এটি ছিল শততম গোল।

লিগে টানা ষষ্ঠ জয়ে ৩৫ ম্যাচে ৬২ পয়েন্ট সংগ্রহে পাঁচে উঠে এল লিভারপুল। ৩৩ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চারে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ব্যবধান একমাত্র ১ পয়েন্টের। ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।