এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ চারের ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারালো শ্রীলঙ্কা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ওভারে ১৭৩ রান করে ভারত। ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় শ্রীলঙ্কা। এই জয়ে ফাইনালে ওঠার পথ মসৃন হয়েছে লঙ্কানদের, আর ভারতের জন্য ফাইনালে ওঠাটা এখন অনেকটাই অনিশ্চিত।
বাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ম্যাচের প্রথম তিন ওভারের মধ্যেই ওপেনার লোকেশ রাহুল ও ফর্মে থাকা ভিরাট কোহলির উইকেট হারিয়ে চাপে পড়ে রোহিত শর্মার দল। দিলশান মাদুশানকার বলে সরাসরি বোল্ড হয়ে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন কোহলি। ১৩ রানেই দুটি উইকেট হারিয়ে চাপে পড়া ভারতের হাল ধরেন অধিনায়ক রোহিত শর্মা। দলের হয়ে সর্বোচ্চ ৪১ বলে ৭২ রানে করেন রোহিত।
এদিকে, ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে পার করে দেয় লঙ্কান ব্যাটাররা।
১৯তম ওভারে ভুবনেশ্বর কুমারের প্রথম বলে ১ রান নেন শানাকা। দ্বিতীয় বলে ১ রান নেন ভানুকা। তার পরেই ২টি ওয়াইড বল করেন ভুবি। তৃতীয় বলে চার মারেন শানাকা। চতুর্থ বলে ফের চার মারেন দাসুন। পঞ্চম বলে ১ রান নেন শানাকা। শেষ বলে ১ রান নেন ভানুকা। ওভারে মোট ১৪ রান ওঠে। ১৯ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ১৬৭ রান।
জয়ের জন্য শেষ ওভারে ৭ রান দরকার শ্রীলংকা। পেসার আর্শদীপের হাতে বল তুলে দেন রোহিত। পাকিস্তানের বিপক্ষের ম্যাচের মতো আজকেও পারলেন না তিনি।
এক বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলংকা।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন দিলশান মাদুশানকা।