আসন্ন ২০২২ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ঘোষিত অজি দলে একমাত্র নতুন মুখ টিম ডেভিড। অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।
বিশ্বকাপের মুকুট রক্ষার জন্য তাই সবার আগেই স্কোয়াড দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চমক হিসেবে বিশ্বকাপ দলে ডাক পেলেন টিম ডেভিড। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন কেবল মিচেল সুইপসন।
অস্ট্রেলিয়ার সাতটি শহরে অনুষ্ঠিত হবে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। লড়াই শুরু হবে ১৬ই অক্টোবর থেকে। ১৩ই নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে আসরটি।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, জশ হ্যাজেলউড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।
প্রতিনিধির নাম 
























