Dhaka বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তেজগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়েসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা থেকে বুধবার ভোরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনার পূর্বধলার জটিয়াবো গ্রামের অন্ধ রফিকুল ইসলাম (৪৫) ও তার ১২ বছর বয়সী মেয়ে তানজিলা। এই ঘটনায় রফিকুলের ছেলে নুর ইসলাম (১৪) গুরুতর আহত হয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন। তার দুই সন্তান স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো। মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় বসবাসকারী এই পরিবারটি মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে মহাখালী বাস টার্মিনালে যাচ্ছিলেন। পথে তেজগাঁও সাত রাস্তা এলাকায় একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়।

গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টা ৫০ মিনিটে রফিকুল ও তানজিলাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এদিকে একই রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে বুধবার ভোর ৪টা ২৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

তেজগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩

প্রকাশের সময় : ০৩:৪৩:১৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়েসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা থেকে বুধবার ভোরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনার পূর্বধলার জটিয়াবো গ্রামের অন্ধ রফিকুল ইসলাম (৪৫) ও তার ১২ বছর বয়সী মেয়ে তানজিলা। এই ঘটনায় রফিকুলের ছেলে নুর ইসলাম (১৪) গুরুতর আহত হয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন। তার দুই সন্তান স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো। মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় বসবাসকারী এই পরিবারটি মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে মহাখালী বাস টার্মিনালে যাচ্ছিলেন। পথে তেজগাঁও সাত রাস্তা এলাকায় একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়।

গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টা ৫০ মিনিটে রফিকুল ও তানজিলাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এদিকে একই রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে বুধবার ভোর ৪টা ২৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।