Dhaka শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

৬ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতে মৌসুম শুরু লিভারপুলের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৩১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ১৮৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

প্রথমার্ধে দর্শকের বর্ণবাদী আচরণের শিকার হওয়াটা যেন তাতিয়ে দিল এন্টোয়ান সেমেনিওকে। বিরতির পর একক নৈপুণ্যে দুর্দান্ত একটি গোলসহ দুবার জালের দেখা পেলেন ঘানার এই ফরোয়ার্ড। তাতে দুই গোলের ব্যবধান ঘুচিয়ে পয়েন্ট নিয়ে ফেরার আশা জাগাল বোর্নমাউথ। কিন্তু শেষ দিকে আরও দুটি গোল খেয়ে বসল তারা। নাটকীয় জয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল লিভারপুল।

অ্যানফিল্ডে শুক্রবার (১৫ আগস্ট) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন আসরের প্রথম ম্যাচটি ৪-২ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা।

প্রিমিয়ার লিগে অভিষিক্ত উগো একিতিকের গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান কোডি হাকপো। বিরতির পর ১২ মিনিটের মধ্যে দুই গোল শোধ করেন সেমেনিও। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে ফেদেরিকো চিয়েসা আবার স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে চতুর্থ গোলটি করেন মোহামেদ সালাহ।

প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের তালিকায় তিন নম্বরে অ্যান্ড্রু কোলের পাশে বসলেন সালাহ, দুজনেরই ১৮৭টি করে। প্রিমিয়ার লিগে দলের প্রথম ম্যাচে মিশরীয় ফরোয়ার্ডের গোল হলো মোট ১০টি।

ম্যাচ শুরুর আগে নানা আয়োজনে স্মরণ করা হয় গত মাসে স্পেনে সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জটাকে। সেদিন ২৮ বছর বয়সী জটার সঙ্গে মারা যান তার দুই বছরের ছোট ভাই আন্দ্রে সিলভাও, যিনি নিজেও ছিলেন পেশাদার ফুটবলার।

চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পায় লিভারপুল। ডান দিক দিয়ে বক্সে ঢুকে সালাহর জোরাল শট ঝাঁপিয়ে এক হাতে ব্যর্থ করে দেন সফরকারী গোলরক্ষক। সেখান থেকে পাওয়া কর্নারে ভার্জিল ফন ডাইকের হেড ক্রসবারের ওপর দিয়ে যায়। দ্বাদশ মিনিটে মাঝমাঠে হাত দিয়ে বল সরিয়ে দেন বোর্নমাউথের মার্কোস সেনেসি। প্রাথমিকভাবে দেখে ইচ্ছাকৃতই মনে হচ্ছিল। লাল কার্ডের দাবি তোলে লিভারপুল। তবে কোনো কার্ড দেখাননি রেফারি।

ম্যাচের আধা ঘন্টার একটু আগে হঠাৎ খেলা বন্ধ করে দিয়ে দুই অধিনায়ক ও সাইডলাইনে দুই কোচের সঙ্গে কথা বলতে দেখা যায় রেফারিকে। একটু পর আবার শুরু হয় খেলা। পরে লিগ কর্তৃপক্ষ জানায়, বোর্নমাউথের সেমেনিওকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করেছিল দর্শকদের কেউ। তিনি বিষয়টি জানানোর পর খেলা বন্ধ করে দিয়েছিলেন রেফারি।

৩৭তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। আলেক্সিস মাক আলিস্তেরের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে এগিয়ে যান একিতিকে। ভাগ্যের ছোঁয়াও পান তিনি, প্রতিপক্ষের পায়ে লেগে পাওয়া বল নিয়ে বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ২৩ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। বক্সে একিতিকের পাসে বল পেয়ে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে জায়গা বানিয়ে ডান পায়ের নিচু শটে লক্ষ্যভেদ করেন ডাচ ফরোয়ার্ড হাকপো।

দুই মিনিট পর বক্সের বাইরে থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার মাক আলিস্তেরের জোরাল শট এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান বোর্নমাউথ গোলরক্ষক। ৬৩তম মিনিটে বক্সের বাইরে থেকে প্রিমিয়ার লিগে লিভারপুলের আরেক অভিষিক্ত ফ্লোহিয়ান ভিয়েৎসের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। পরের মিনিটেই ব্যবধান কমায় বোর্নমাউথ। বাঁ দিক থেকে সতীর্থের বক্সে বাড়ানো বল ছুটে গিয়ে জালে পাঠান সেমেনিও। লিভারপুলের রক্ষণের দায় ছিল যথেষ্ট।

৭৬তম মিনিটে একক নৈপুণ্যে সমতা টেনে অ্যানফিল্ডকে স্তব্ধ করে দেন সেমেনিও। প্রায় নিজেদের বক্সের সামনে থেকে সতীর্থের পাস ধরে এগিয়ে যান তিনি। সামনে থাকা লিভারপুলের দুই খেলোয়াড়ের বাধা এড়িয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরাল শটে গোলটি করেন ২৫ বছর বয়সী ফুটবলার।

৮২তম মিনিটে ভিয়েৎসের বদলি নামানো হয় চিয়েসাকে। ৮৮তম মিনিটে ইতালিয়ান এই ফরোয়ার্ড এগিয়ে নেন দলকে। বক্সের ভেতর বোর্নমাউথের খেলোয়াড়রা হেডে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ভলিতে জালে পাঠান তিনি।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে চমৎকার গোলে জয় নিশ্চিত করেন সালাহ। সতীর্থের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারের বাধা এড়ান তিনি, এরপর দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে শটে বল পাঠান জালে। আরেকবার উল্লাসে ফেটে পড়ে গোটা অ্যানফিল্ড।

একিতিকে-সালাহদের প্রতিটি গোলের উদযাপনেই মিশে ছিল জটার প্রতি শ্রদ্ধা।

প্রিমিয়ার লিগে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ গোল করলেন সালাহ। তালিকায় তিন নম্বরে থাকা অ্যান্ড্রু কোলও তার সমান ১৮৭টি গোল করেছেন। তাদের সামনে আছেন অ্যালান শিয়েরার (২৬০), হ্যারি কেইন (২১৩) ও ওয়েইন রুনি (২০৮)। এ ছাড়া প্রিমিয়ার লিগে দলের প্রথম ম্যাচে মিশরীয় ফরোয়ার্ডের গোল হলো ১০টি। এদিক থেকে অবশ্য তিনিই সবার শীর্ষে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ব্রিজে উঠতে বাঁশের সাঁকোই ভরসা, ঝুঁকি নিয়ে চলাচল স্থানীয়রা ও শিক্ষার্থীরা

৬ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতে মৌসুম শুরু লিভারপুলের

প্রকাশের সময় : ১২:৩১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

প্রথমার্ধে দর্শকের বর্ণবাদী আচরণের শিকার হওয়াটা যেন তাতিয়ে দিল এন্টোয়ান সেমেনিওকে। বিরতির পর একক নৈপুণ্যে দুর্দান্ত একটি গোলসহ দুবার জালের দেখা পেলেন ঘানার এই ফরোয়ার্ড। তাতে দুই গোলের ব্যবধান ঘুচিয়ে পয়েন্ট নিয়ে ফেরার আশা জাগাল বোর্নমাউথ। কিন্তু শেষ দিকে আরও দুটি গোল খেয়ে বসল তারা। নাটকীয় জয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল লিভারপুল।

অ্যানফিল্ডে শুক্রবার (১৫ আগস্ট) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন আসরের প্রথম ম্যাচটি ৪-২ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা।

প্রিমিয়ার লিগে অভিষিক্ত উগো একিতিকের গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান কোডি হাকপো। বিরতির পর ১২ মিনিটের মধ্যে দুই গোল শোধ করেন সেমেনিও। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে ফেদেরিকো চিয়েসা আবার স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে চতুর্থ গোলটি করেন মোহামেদ সালাহ।

প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের তালিকায় তিন নম্বরে অ্যান্ড্রু কোলের পাশে বসলেন সালাহ, দুজনেরই ১৮৭টি করে। প্রিমিয়ার লিগে দলের প্রথম ম্যাচে মিশরীয় ফরোয়ার্ডের গোল হলো মোট ১০টি।

ম্যাচ শুরুর আগে নানা আয়োজনে স্মরণ করা হয় গত মাসে স্পেনে সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জটাকে। সেদিন ২৮ বছর বয়সী জটার সঙ্গে মারা যান তার দুই বছরের ছোট ভাই আন্দ্রে সিলভাও, যিনি নিজেও ছিলেন পেশাদার ফুটবলার।

চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পায় লিভারপুল। ডান দিক দিয়ে বক্সে ঢুকে সালাহর জোরাল শট ঝাঁপিয়ে এক হাতে ব্যর্থ করে দেন সফরকারী গোলরক্ষক। সেখান থেকে পাওয়া কর্নারে ভার্জিল ফন ডাইকের হেড ক্রসবারের ওপর দিয়ে যায়। দ্বাদশ মিনিটে মাঝমাঠে হাত দিয়ে বল সরিয়ে দেন বোর্নমাউথের মার্কোস সেনেসি। প্রাথমিকভাবে দেখে ইচ্ছাকৃতই মনে হচ্ছিল। লাল কার্ডের দাবি তোলে লিভারপুল। তবে কোনো কার্ড দেখাননি রেফারি।

ম্যাচের আধা ঘন্টার একটু আগে হঠাৎ খেলা বন্ধ করে দিয়ে দুই অধিনায়ক ও সাইডলাইনে দুই কোচের সঙ্গে কথা বলতে দেখা যায় রেফারিকে। একটু পর আবার শুরু হয় খেলা। পরে লিগ কর্তৃপক্ষ জানায়, বোর্নমাউথের সেমেনিওকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করেছিল দর্শকদের কেউ। তিনি বিষয়টি জানানোর পর খেলা বন্ধ করে দিয়েছিলেন রেফারি।

৩৭তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। আলেক্সিস মাক আলিস্তেরের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে এগিয়ে যান একিতিকে। ভাগ্যের ছোঁয়াও পান তিনি, প্রতিপক্ষের পায়ে লেগে পাওয়া বল নিয়ে বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ২৩ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। বক্সে একিতিকের পাসে বল পেয়ে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে জায়গা বানিয়ে ডান পায়ের নিচু শটে লক্ষ্যভেদ করেন ডাচ ফরোয়ার্ড হাকপো।

দুই মিনিট পর বক্সের বাইরে থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার মাক আলিস্তেরের জোরাল শট এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান বোর্নমাউথ গোলরক্ষক। ৬৩তম মিনিটে বক্সের বাইরে থেকে প্রিমিয়ার লিগে লিভারপুলের আরেক অভিষিক্ত ফ্লোহিয়ান ভিয়েৎসের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। পরের মিনিটেই ব্যবধান কমায় বোর্নমাউথ। বাঁ দিক থেকে সতীর্থের বক্সে বাড়ানো বল ছুটে গিয়ে জালে পাঠান সেমেনিও। লিভারপুলের রক্ষণের দায় ছিল যথেষ্ট।

৭৬তম মিনিটে একক নৈপুণ্যে সমতা টেনে অ্যানফিল্ডকে স্তব্ধ করে দেন সেমেনিও। প্রায় নিজেদের বক্সের সামনে থেকে সতীর্থের পাস ধরে এগিয়ে যান তিনি। সামনে থাকা লিভারপুলের দুই খেলোয়াড়ের বাধা এড়িয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরাল শটে গোলটি করেন ২৫ বছর বয়সী ফুটবলার।

৮২তম মিনিটে ভিয়েৎসের বদলি নামানো হয় চিয়েসাকে। ৮৮তম মিনিটে ইতালিয়ান এই ফরোয়ার্ড এগিয়ে নেন দলকে। বক্সের ভেতর বোর্নমাউথের খেলোয়াড়রা হেডে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ভলিতে জালে পাঠান তিনি।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে চমৎকার গোলে জয় নিশ্চিত করেন সালাহ। সতীর্থের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারের বাধা এড়ান তিনি, এরপর দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে শটে বল পাঠান জালে। আরেকবার উল্লাসে ফেটে পড়ে গোটা অ্যানফিল্ড।

একিতিকে-সালাহদের প্রতিটি গোলের উদযাপনেই মিশে ছিল জটার প্রতি শ্রদ্ধা।

প্রিমিয়ার লিগে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ গোল করলেন সালাহ। তালিকায় তিন নম্বরে থাকা অ্যান্ড্রু কোলও তার সমান ১৮৭টি গোল করেছেন। তাদের সামনে আছেন অ্যালান শিয়েরার (২৬০), হ্যারি কেইন (২১৩) ও ওয়েইন রুনি (২০৮)। এ ছাড়া প্রিমিয়ার লিগে দলের প্রথম ম্যাচে মিশরীয় ফরোয়ার্ডের গোল হলো ১০টি। এদিক থেকে অবশ্য তিনিই সবার শীর্ষে।