চ্যাম্পিয়ন্স লিগে এক গোলে দুই ইতিহাস গড়লেন পিএসজির আর্জেন্টাইন তারকা লিনেল মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৮ মৌসুমে গোলের পাশাপাশি সবচেয়ে বেশি প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করার রেকর্ড গড়েছেন।
বুধবার রাতে মেসির রেকর্ডগড়া গোলটি আসে ইসরাইলি ক্লাব ম্যাকাবি খাইফার বিরুদ্ধে ম্যাচের ৩৭তম মিনিটে। কিলিয়ান এমবাপ্পের পাস পেয়ে দুই খেলোয়াড়কে বোকা বানিয়ে চোখ ধাঁধানো গোলটি করেন মেসি।
চ্যাম্পিয়ন্স লিগে এটি তার ১২৬তম গোল। এ নিয়ে ইউরোপ সেরার মঞ্চে ৩৯টি ভিন্ন দলের বিপক্ষে গোল করলেন আর্জেন্টিনা অধিনায়ক। ছাড়িয়ে গেলেন এতদিন যৌথভাবে পাশে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। পর্তুগিজ ফরোয়ার্ড গোল করেছেন ৩৮টি দলের বিপক্ষে।
একই সঙ্গে প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতাটির ১৮ মৌসুমে গোল করলেন মেসি। চোট পেয়ে আপাতত মাঠের বাইরে থাকা রিয়াল মাদ্রিদ অধিনায়ক বেনজেমার গোল আছে ১৭ মৌসুমে।