শ্রীলংকার কলম্বোতে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপ আসরের যাত্রা শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় জয় দিয়ে আসর শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। কলম্বোর রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। ম্যাচের শুরু থেকে দাপট নিয়ে লড়তে থাকে বাংলাদেশ।
৬ মিনিটে রুবেল শাইখ বাংলাদেশকে প্রথম গোল এনে দেন। ১০ মিনিটে মুর্শিদের গোলে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ দল। দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে বাংলাদেশ।
৭৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করেন মুর্শিদ। ৭৭ মিনিটে বাংলাদেশের জালে বল জড়িয়ে ব্যবধান কমায় শ্রীলঙ্কার ইয়াসির শারফরাজ। ৭৯ মিনিটে সিরাজুল ইসলাম ও ম্যাচের অতিরিক্ত সময়ে নাজিমুদ্দিন লঙ্কানদের জালে বল জড়ালে বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
প্রতিনিধির নাম 
























