Dhaka সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মেসিকে আরও ৩ বছর রাখতে চায় পিএসজি

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০১:০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • ২২৮ জন দেখেছেন

আগামী মৌসুম শেষে লিওনেল মেসির সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ ফুরিয়ে যাবে। যদিও লিগ ওয়ান চ্যাম্পিয়নদের ডেরায় আরও একবছর থেকে যাওয়ার সুযোগ চুক্তিতে রাখা আছে।

গত জুলাইয়ে স্প্যানিশ গণমাধ্যমে খবর বেরিয়েছিল মেসির সঙ্গে চুক্তি বাড়াতে চায় ফ্রেঞ্চ জায়ান্টরা। তখন এক বছরের চুক্তি বাড়ানোর ব্যাপারে জানা গেলেও এবার মিলেছে ভিন্ন খবর। এলএম থার্টিকে এবার ৩ বছরের জন্য প্যারিসে রেখে দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে।

পিএসজির ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস স্বীকার করেছেন, তিনি ইতোমধ্যেই লিওনেল মেসির সঙ্গে যোগাযোগ করেছেন। আর্জেন্টাইন মহাতারকার ক্লাবে থাকার মেয়াদ বাড়ানোর ইস্যুতেই তার সঙ্গে কথা হয়েছে।

বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর গত বছর পিএসজিতে যোগ দেন মেসি। ৩৫ বর্ষী ফুটবলার এখন ফ্রেঞ্চ জায়ান্টদের সেরা পারফরমারদের একজন হয়ে উঠেছেন। ২০২২-২৩ মৌসুমে দারুণ শুরু পেয়েছেন। ১০ ম্যাচ খেলে আটটি অ্যাসিস্টসহ করেছেন ৫ গোল।

সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীকে নিয়ে গুঞ্জন আছে, বার্সা তাকে আবারো দলে টানতে চায়। এর মাঝেই পিএসজি তার সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে মরিয়া হয়ে উঠেছে।

এ প্রসঙ্গে লুইস ক্যাম্পোস বলেন, ‘আমি মেসিকে জিজ্ঞেস করেছিলাম যে সে থাকতে চায় কি না। তাকে এটাও বলেছিলাম, আমি আশা করি সে এখানে আরও তিন বছরের জন্য থাকবে। আমি লিওকে নিয়ে বেশ সন্তুষ্ট।’

তবে একটি বিষয় নিশ্চিত হওয়া গেছে যে বিশ্বকাপের আগে ক্লাব ক্যারিয়ারে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে চান না মেসি। আগামী নভেম্বরে কাতারে বসতে যাওয়া টুর্নামেন্টটি শেষ না হওয়া পর্যন্ত তার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মুন্সীগঞ্জে-৩ : স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের মনোনয়নপত্র বৈধ

মেসিকে আরও ৩ বছর রাখতে চায় পিএসজি

প্রকাশের সময় : ০১:০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

আগামী মৌসুম শেষে লিওনেল মেসির সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ ফুরিয়ে যাবে। যদিও লিগ ওয়ান চ্যাম্পিয়নদের ডেরায় আরও একবছর থেকে যাওয়ার সুযোগ চুক্তিতে রাখা আছে।

গত জুলাইয়ে স্প্যানিশ গণমাধ্যমে খবর বেরিয়েছিল মেসির সঙ্গে চুক্তি বাড়াতে চায় ফ্রেঞ্চ জায়ান্টরা। তখন এক বছরের চুক্তি বাড়ানোর ব্যাপারে জানা গেলেও এবার মিলেছে ভিন্ন খবর। এলএম থার্টিকে এবার ৩ বছরের জন্য প্যারিসে রেখে দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে।

পিএসজির ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস স্বীকার করেছেন, তিনি ইতোমধ্যেই লিওনেল মেসির সঙ্গে যোগাযোগ করেছেন। আর্জেন্টাইন মহাতারকার ক্লাবে থাকার মেয়াদ বাড়ানোর ইস্যুতেই তার সঙ্গে কথা হয়েছে।

বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর গত বছর পিএসজিতে যোগ দেন মেসি। ৩৫ বর্ষী ফুটবলার এখন ফ্রেঞ্চ জায়ান্টদের সেরা পারফরমারদের একজন হয়ে উঠেছেন। ২০২২-২৩ মৌসুমে দারুণ শুরু পেয়েছেন। ১০ ম্যাচ খেলে আটটি অ্যাসিস্টসহ করেছেন ৫ গোল।

সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীকে নিয়ে গুঞ্জন আছে, বার্সা তাকে আবারো দলে টানতে চায়। এর মাঝেই পিএসজি তার সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে মরিয়া হয়ে উঠেছে।

এ প্রসঙ্গে লুইস ক্যাম্পোস বলেন, ‘আমি মেসিকে জিজ্ঞেস করেছিলাম যে সে থাকতে চায় কি না। তাকে এটাও বলেছিলাম, আমি আশা করি সে এখানে আরও তিন বছরের জন্য থাকবে। আমি লিওকে নিয়ে বেশ সন্তুষ্ট।’

তবে একটি বিষয় নিশ্চিত হওয়া গেছে যে বিশ্বকাপের আগে ক্লাব ক্যারিয়ারে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে চান না মেসি। আগামী নভেম্বরে কাতারে বসতে যাওয়া টুর্নামেন্টটি শেষ না হওয়া পর্যন্ত তার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।