Dhaka বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবি সভাপতি হলে সাকিব খেলতে পারবেন কি না জানালেন তামিম

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই আলোচনায়। বর্তমানে সাকিব রাজনৈতিক কারণে দেশের বাইরে। অন্যদিকে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির পদে নির্বাচন করতে যাচ্ছেন। জানা যায়, যেখানে একটি বড় রাজনৈতিক দলের সমর্থনও রয়েছে তার পেছনে।

সম্প্রতি একটি পডকাস্টে প্রশ্ন করা হয় তামিমকে, যদি বিসিবির সভাপতি হন, তাহলে সাকিব আল হাসান জাতীয় দলে ফেরার সুযোগ পাবেন কি?

এ প্রসঙ্গে তামিম বলেন, সে (সাকিব) একজন বাংলাদেশের ক্রিকেটার। এখন সে যদি ফিট থাকে, অনুশীলন করতে পারে এবং নির্বাচকেরা যদি তাকে দলে রাখার যোগ্য মনে করেন, অবশ্যই সে যোগ্য তাহলে সে জাতীয় দলের জন্য আবারও নির্বাচিত হবে।

সাবেক সরকারের এমপি থাকা অবস্থায় সাকিবের বিরুদ্ধে দেশে একাধিক মামলা হয়েছে, যার মধ্যে গুরুতর অভিযোগও রয়েছে। এসব প্রসঙ্গে তামিম বলেন, দেশের পরিস্থিতি তো আমার নিয়ন্ত্রণে নেই। তার বিরুদ্ধে মামলা আছে, সে যদি দেশে ফিরে সেগুলোর মুখোমুখি হতে পারে এবং অনুশীলনে যোগ দেয়, তবে জাতীয় দলে তার জন্য দরজা খোলা থাকবে। সাকিব তো কোনো বিদেশি ক্রিকেটার না, সে বাংলাদেশেরই সন্তান।

তামিমের কথায় পরিস্কার- জাতীয় দলে খেলতে হলে সাকিবকে দেশে ফিরতেই হবে, কোর্টে মামলা চালানো, মামলা উঠিয়ে নেওয়া তো বিসিবির বিষয় না। সাকিবকে দেশের হয়ে খেলতে হলে আগে দেশে ফিরতে হবে, অনুশীলন করতে হবে। এটাই হলো সত্যি কথা। আমি কোনো কিছু লুকাচ্ছি না। এটা সাকিবেরও দেশ, ক্যারিয়ারটাও তার, সুতরাং এসব সে করবে কিনা সেটা তার সিদ্ধান্ত। এটা আমি বলে দিতে পারি না।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হারানো জাতীয় পরিচয়পত্র তুলতে আর লাগবে না জিডি

বিসিবি সভাপতি হলে সাকিব খেলতে পারবেন কি না জানালেন তামিম

প্রকাশের সময় : ০১:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই আলোচনায়। বর্তমানে সাকিব রাজনৈতিক কারণে দেশের বাইরে। অন্যদিকে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির পদে নির্বাচন করতে যাচ্ছেন। জানা যায়, যেখানে একটি বড় রাজনৈতিক দলের সমর্থনও রয়েছে তার পেছনে।

সম্প্রতি একটি পডকাস্টে প্রশ্ন করা হয় তামিমকে, যদি বিসিবির সভাপতি হন, তাহলে সাকিব আল হাসান জাতীয় দলে ফেরার সুযোগ পাবেন কি?

এ প্রসঙ্গে তামিম বলেন, সে (সাকিব) একজন বাংলাদেশের ক্রিকেটার। এখন সে যদি ফিট থাকে, অনুশীলন করতে পারে এবং নির্বাচকেরা যদি তাকে দলে রাখার যোগ্য মনে করেন, অবশ্যই সে যোগ্য তাহলে সে জাতীয় দলের জন্য আবারও নির্বাচিত হবে।

সাবেক সরকারের এমপি থাকা অবস্থায় সাকিবের বিরুদ্ধে দেশে একাধিক মামলা হয়েছে, যার মধ্যে গুরুতর অভিযোগও রয়েছে। এসব প্রসঙ্গে তামিম বলেন, দেশের পরিস্থিতি তো আমার নিয়ন্ত্রণে নেই। তার বিরুদ্ধে মামলা আছে, সে যদি দেশে ফিরে সেগুলোর মুখোমুখি হতে পারে এবং অনুশীলনে যোগ দেয়, তবে জাতীয় দলে তার জন্য দরজা খোলা থাকবে। সাকিব তো কোনো বিদেশি ক্রিকেটার না, সে বাংলাদেশেরই সন্তান।

তামিমের কথায় পরিস্কার- জাতীয় দলে খেলতে হলে সাকিবকে দেশে ফিরতেই হবে, কোর্টে মামলা চালানো, মামলা উঠিয়ে নেওয়া তো বিসিবির বিষয় না। সাকিবকে দেশের হয়ে খেলতে হলে আগে দেশে ফিরতে হবে, অনুশীলন করতে হবে। এটাই হলো সত্যি কথা। আমি কোনো কিছু লুকাচ্ছি না। এটা সাকিবেরও দেশ, ক্যারিয়ারটাও তার, সুতরাং এসব সে করবে কিনা সেটা তার সিদ্ধান্ত। এটা আমি বলে দিতে পারি না।