Dhaka সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএল থেকে সরে দাঁড়াল ফরচুন বরিশাল!

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:৩৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ১৭৬ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বিপিএলের প্রতি আসরেই দেখা মেলে নানা বিতর্ক। মাঠ এবং মাঠের বাইরের নানা কাণ্ডে আলোচনায় থাকে দেশের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ। এবারও সেই একই পথে হাঁটছে। চলতি বছরের ডিসেম্বরে বিপিএল আয়োজনের পরিকল্পনা আয়োজকদের। সেই সময় বিপিএল অনুষ্ঠিত হলে অংশ নেবে না ফরচুন বরিশাল।

গত ১২ অক্টোবর বিপিএলের দ্বাদশ আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে বিজ্ঞাপন দেয় বিসিবি। আগ্রহ প্রকাশ করার সুযোগ দেওয়া হয়েছে ১৪ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এ বিজ্ঞাপন দেখে অনেক প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি হতে চেয়েছে বলে জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু। ২৮ অক্টোবরের পর প্রতিষ্ঠানগুলোর আবেদন পর্যালোচনা করে ছয়টি ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হতে পারে।

ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান জানান, ডিসেম্বরে বিপিএল হলে ফরচুন বরিশালের অংশ নেওয়া সম্ভব হবে না। কারণ হিসেবে তিনি জানান, স্বল্প সময়ে বাজেট জোগাড় করা কঠিন তাদের জন্য। তবে আগামী বছর নতুন স্লটে বিপিএল আয়োজন করা হলে সেক্ষেত্রে তার দল অংশ করবে।

এর আগেও একই সুরে কথা বলেছিলেন মিজানুর রহমান। ক্রিকবাজের প্রতিবেদন, ফরচুন বরিশাল আসন্ন আসরের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় টুর্নামেন্টের সময়সূচি পুনরায় বিবেচনার অনুরোধ জানিয়েছিলো বিপিএল গভর্নিং কাউন্সিলকে। বরিশাল মনে করছে অল্প সময়ের প্রস্তুতিতে দল গঠন, খেলোয়াড়দের নিশ্চিতকরণ ও অন্যান্য লজিস্টিক বিষয়ে জটিলতা তৈরি হচ্ছে। এ কারণে তারা চায় টুর্নামেন্ট শুরু হওয়ার তারিখ আরও পিছিয়ে দেওয়া হোক যাতে দলগুলো যথাযথ প্রস্তুতি নিয়ে অংশ নিতে পারে।

সেই সময় বরিশালের মালিক বলেছিলেন, ‘আমাদের যদি খেলোয়াড় থাকেও তবুও আমাদের অর্থসংস্থান, প্রয়োজনীয় সরঞ্জাম কেনা, খেলোয়াড়দের আনা—এই সবকিছু করতে হবে। এই এক থেকে দেড় মাসে আমরা ২৪ ঘণ্টা কাজ করলেও সম্ভব নয়। আমি আলাদা একটি স্লট চেয়েছি। যদি সময়টা পরিবর্তন করা হয়, তাহলে আমরা খেলবৃ কারণ আমরা সবসময় খেলাধুলার সাথেই ছিলাম, এবং এখনো আছি।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

আগামী সংসদে কারা যাবে, তার নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি : সারজিস আলম

বিপিএল থেকে সরে দাঁড়াল ফরচুন বরিশাল!

প্রকাশের সময় : ০৪:৩৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

বিপিএলের প্রতি আসরেই দেখা মেলে নানা বিতর্ক। মাঠ এবং মাঠের বাইরের নানা কাণ্ডে আলোচনায় থাকে দেশের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ। এবারও সেই একই পথে হাঁটছে। চলতি বছরের ডিসেম্বরে বিপিএল আয়োজনের পরিকল্পনা আয়োজকদের। সেই সময় বিপিএল অনুষ্ঠিত হলে অংশ নেবে না ফরচুন বরিশাল।

গত ১২ অক্টোবর বিপিএলের দ্বাদশ আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে বিজ্ঞাপন দেয় বিসিবি। আগ্রহ প্রকাশ করার সুযোগ দেওয়া হয়েছে ১৪ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এ বিজ্ঞাপন দেখে অনেক প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি হতে চেয়েছে বলে জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু। ২৮ অক্টোবরের পর প্রতিষ্ঠানগুলোর আবেদন পর্যালোচনা করে ছয়টি ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হতে পারে।

ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান জানান, ডিসেম্বরে বিপিএল হলে ফরচুন বরিশালের অংশ নেওয়া সম্ভব হবে না। কারণ হিসেবে তিনি জানান, স্বল্প সময়ে বাজেট জোগাড় করা কঠিন তাদের জন্য। তবে আগামী বছর নতুন স্লটে বিপিএল আয়োজন করা হলে সেক্ষেত্রে তার দল অংশ করবে।

এর আগেও একই সুরে কথা বলেছিলেন মিজানুর রহমান। ক্রিকবাজের প্রতিবেদন, ফরচুন বরিশাল আসন্ন আসরের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় টুর্নামেন্টের সময়সূচি পুনরায় বিবেচনার অনুরোধ জানিয়েছিলো বিপিএল গভর্নিং কাউন্সিলকে। বরিশাল মনে করছে অল্প সময়ের প্রস্তুতিতে দল গঠন, খেলোয়াড়দের নিশ্চিতকরণ ও অন্যান্য লজিস্টিক বিষয়ে জটিলতা তৈরি হচ্ছে। এ কারণে তারা চায় টুর্নামেন্ট শুরু হওয়ার তারিখ আরও পিছিয়ে দেওয়া হোক যাতে দলগুলো যথাযথ প্রস্তুতি নিয়ে অংশ নিতে পারে।

সেই সময় বরিশালের মালিক বলেছিলেন, ‘আমাদের যদি খেলোয়াড় থাকেও তবুও আমাদের অর্থসংস্থান, প্রয়োজনীয় সরঞ্জাম কেনা, খেলোয়াড়দের আনা—এই সবকিছু করতে হবে। এই এক থেকে দেড় মাসে আমরা ২৪ ঘণ্টা কাজ করলেও সম্ভব নয়। আমি আলাদা একটি স্লট চেয়েছি। যদি সময়টা পরিবর্তন করা হয়, তাহলে আমরা খেলবৃ কারণ আমরা সবসময় খেলাধুলার সাথেই ছিলাম, এবং এখনো আছি।’