শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

বিদিশার মামলায় রিমান্ড শেষে গাড়িচালক মোর্শেদ কারাগারে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
বিদিশার মামলায় রিমান্ড শেষে গাড়িচালক মোর্শেদ কারাগারে

নিজস্ব প্রতিবেদক : 

দুই দিনের রিমান্ড শেষে প্রতারণার মাধ্যমে ৯০ লাখ টাকার গাড়ি আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের করা মামলায় তাঁদের গাড়িচালক মোর্শেদ মঞ্জুর রুবেলকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিকেলে আসামি রুবেলকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে গুলশান থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই হাফিজুর রহমান কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন। ২২ এপ্রিল আসামিকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাহাতা জারাব এরশাদ এরিকের ব্যক্তিগত সহকারী হিসেবে দেখাশোনা করতেন আসামি মোর্শেদ মঞ্জুর রুবেল। মাঝেমধ্যে তিনি বিদিশা সিদ্দিকের গাড়ি ড্রাইভ করতেন। ২০২৩ সালের আগস্ট মাসের ২৮ বা ২৯ তারিখে বিদিশার মালিকানাধীন ৯০ লাখ টাকা মূল্যের গাড়ি ওয়ার্কশপে মিস্ত্রি দেখানোর কথা বলে প্রেসিডেন্ট পার্ক থেকে নিয়ে যান তিনি। গাড়িটি বাসায় পৌঁছতে দেরি হচ্ছে কেন জিজ্ঞাসা করলে মোর্শেদ মঞ্জুর তাঁকে বিভিন্ন রকমের অজুহাত দেখিয়ে গাড়ি দিতে কালক্ষেপণ করতে থাকেন। গাড়ি কোথায় আছে জিজ্ঞাসা করলে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেন।

বিষয়টি বিদিশার সন্দেহজনক মনে হলে গত ২৪ মার্চ ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি বুঝিয়ে দেওয়ার জন্য বললে তখন মোর্শেদ মঞ্জুর গাড়ি নিয়ে কুমিল্লার কান্দিরপাড় নামক স্থানে রয়েছে বলে জানান। তাঁর এমন অসংলগ্ন কথাবার্তায় বিদিশা ধারণা করেন, তিনি তাঁর গাড়ি আত্মসাৎ করেছেন। পরে গাড়ির বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করলে বিদিশা ও তাঁর ছেলের বড় ধরনের আর্থিক ক্ষতি সাধন করাসহ প্রাণনাশের হুমকি দেন মোর্শেদ মঞ্জুর।

এ ঘটনায় এ বছরের ২৭ মার্চ রাজধানীর গুলশান থানায় বিদিশা সিদ্দিক বাদী হয়ে মামলা দায়ের করেন। ২১ এপ্রিল মোর্শেদ মঞ্জুরকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া