সাকিব আল হাসানকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য ১৭ জনের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
শনিবার (১৩ আগস্ট) দুপুর সোয়া ৩টা থেকে গুলশানে বিসিবি সভাপতি পাপন, সাকিব আল হাসান ও বিসিবির কর্তারা বৈঠক করেন। বৈঠক শেষে বিকেল সাড়ে ৫টার দিকে এশিয়া কাপের দল ঘোষণা করেন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেন। তিনি বলেন, এশিয়া কাপ, নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।
জিম্বাবুয়ে সিরিজে মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ বাদ পড়লেও এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন তারা। ইনজুরি আক্রান্ত সোহানকেও রাখা হয়েছে স্কোয়াডে। তবে তার দলে থাকা নিশ্চিত হবে ২১ আগস্ট মেডিকেল রিপোর্টের পর।
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, আফিফ হোসাইন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহাদী, সাইফউদ্দিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসাইন, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ।
প্রতিনিধির নাম 
























