Dhaka সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফেদেরারের বিদায়ে যা বললেন মেসি-টেন্ডুলকার

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১১:৫৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
  • ২৩৪ জন দেখেছেন

চলতি মাসের শেষদিকে লন্ডনে অনুষ্ঠিত হবে লেভার কাপ। এই টুর্নামেন্ট দিয়ে প্রতিযোগিতামূলক টেনিসকে বিদায়ের ঘোষণা দিয়েছেন রজার ফেদেরার। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ৪১ বছর বয়সী এই সুইডিশ তারকা অবসরের ঘোষণা দেন।

ফেদেরারের বিদায়ে শুধু টেনিস কোর্টই নয়, বিষাদ ছুঁয়ে গেছে লিওনেল মেসি, শচীন টেন্ডুলকারদের মতো কিংবদন্তিদেরও। তাদের কাছ থেকেও বিদায়ের শুভেচ্ছা পেয়েছেন সুইডিশ এই মহাতারকা।

ইউরোপা লিগে ম্যানইউ’র জয়

ইনস্টাগ্রামে এক পোস্টে ফেদেরার লেখেন, ‘আপনারা অনেকেই জানেন শেষ তিন বছর আমাকে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, চোট-সার্জারির ধকল সহ্য করতে হয়েছে। প্রতিযোগিতামূলক খেলায় পুরোপুরি ফিরতে কঠোর পরিশ্রম করেছি। কিন্তু আমি আমার শরীরের ক্ষমতা আর সীমাবদ্ধতা জানি। আর এটা আমাকে যা জানাতে চাচ্ছে, সেটা পরিষ্কার। আমি ৪১ বছর বয়সী একজন মানুষ। ২৪ বছরের ক্যারিয়ারে ১৫০০ এরও বেশি ম্যাচ খেলেছি। টেনিস আমাকে আমার কল্পনার চেয়েও বেশি কিছু দিয়েছে। আর এখন আমার ক্যারিয়ারের ইতি টানার সময় হয়ে এসেছে।’

ফেদেরার বিদায়ে কোর্টের অন্যতম প্রতিদ্বন্দ্বিতা নাদালও আবেগ আপ্লুত হয়ে পড়েন। ‘বন্ধু আবার শত্রুও’ ফেদেরারের বিদায়ের দিনে নাদালও তাই লিখলেন, ‘প্রিয় বন্ধু রজার, তুমি আমার বন্ধু, আবার শত্রুও বটে! তোমার জীবনে এমন দিন আসবে, আমি কখনো ভাবিনি। আজকের দিনটা ব্যক্তিগতভাবে আমার কাছে দুঃখের এক দিন। আমি নিশ্চিত সারা বিশ্বের ক্রীড়াপ্রেমী মানুষ আজ চোখের জল ফেলছে। কত স্মৃতি তোমার সঙ্গে কাটিয়েছি কোর্টের ভেতরে এবং বাইরে। আমার কান্না পাচ্ছে এখন। ভবিষ্যতে আমাদের একসাথে ভাগ করে নেওয়ার আরও অনেক মুহূর্ত থাকবে, একসাথে অনেক কিছু করার বাকি আছে, আমরা জানি। আপাতত, আমি সত্যিই তোমার স্ত্রী-সন্তানদের ও তোমার সমস্ত সুখ কামনা করি এবং সামনে যা আছে তা উপভোগ করো। লন্ডনে দেখা হবে।’

নিপুণ একটা বাজে মেয়ে: পীরজাদা হারুন

ফেদেরারের টেনিস জাদুর গুণমুগ্ধ ছিলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিও। টেনিসের এই কিংবদন্তির বিদায়ের পর ব্যথিত ফুটবলের জাদুকরও! ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসি লেখেন, ‘আপনি একজন জিনিয়াস, টেনিস ইতিহাসে অনন্য একজন, আর যে কোনো ক্রীড়াবিদের জন্য আপনি একটা উদাহরণ। নতুন জীবনের জন্য শুভকামনা রইল, টেনিস কোর্টে আপনি আমাদের উপভোগের উপলক্ষ এনে দিয়েছেন, বিষয়টা মিস করব, রজার ফেদেরার!’

ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব ছিল ফেদেরারের। তার বিদায়ের ঘোষণা শুনে টেন্ডুলকার তার টুইটারে লিখলেন, ‘অসম্ভব সুন্দর একটি ক্যারিয়ার ছিল তোমার, কিংবদন্তি রজার ফেদরার। তোমার টেনিসের ব্র্যান্ডের প্রেমে পড়ে গিয়েছি কবে, তা মনে নেই। এরপর থেকে তোমার খেলা দেখা ছিল একটা নেশার মতো। এই নেশা কেড়ে নেওয়া যায় না, কারণ সেটা যে আমাদের মধ্যেই থাকে! সব সুখ স্মৃতির জন্য তোমাকে ধন্যবাদ।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

মুন্সীগঞ্জে-৩ : স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের মনোনয়নপত্র বৈধ

ফেদেরারের বিদায়ে যা বললেন মেসি-টেন্ডুলকার

প্রকাশের সময় : ১১:৫৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২

চলতি মাসের শেষদিকে লন্ডনে অনুষ্ঠিত হবে লেভার কাপ। এই টুর্নামেন্ট দিয়ে প্রতিযোগিতামূলক টেনিসকে বিদায়ের ঘোষণা দিয়েছেন রজার ফেদেরার। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ৪১ বছর বয়সী এই সুইডিশ তারকা অবসরের ঘোষণা দেন।

ফেদেরারের বিদায়ে শুধু টেনিস কোর্টই নয়, বিষাদ ছুঁয়ে গেছে লিওনেল মেসি, শচীন টেন্ডুলকারদের মতো কিংবদন্তিদেরও। তাদের কাছ থেকেও বিদায়ের শুভেচ্ছা পেয়েছেন সুইডিশ এই মহাতারকা।

ইউরোপা লিগে ম্যানইউ’র জয়

ইনস্টাগ্রামে এক পোস্টে ফেদেরার লেখেন, ‘আপনারা অনেকেই জানেন শেষ তিন বছর আমাকে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, চোট-সার্জারির ধকল সহ্য করতে হয়েছে। প্রতিযোগিতামূলক খেলায় পুরোপুরি ফিরতে কঠোর পরিশ্রম করেছি। কিন্তু আমি আমার শরীরের ক্ষমতা আর সীমাবদ্ধতা জানি। আর এটা আমাকে যা জানাতে চাচ্ছে, সেটা পরিষ্কার। আমি ৪১ বছর বয়সী একজন মানুষ। ২৪ বছরের ক্যারিয়ারে ১৫০০ এরও বেশি ম্যাচ খেলেছি। টেনিস আমাকে আমার কল্পনার চেয়েও বেশি কিছু দিয়েছে। আর এখন আমার ক্যারিয়ারের ইতি টানার সময় হয়ে এসেছে।’

ফেদেরার বিদায়ে কোর্টের অন্যতম প্রতিদ্বন্দ্বিতা নাদালও আবেগ আপ্লুত হয়ে পড়েন। ‘বন্ধু আবার শত্রুও’ ফেদেরারের বিদায়ের দিনে নাদালও তাই লিখলেন, ‘প্রিয় বন্ধু রজার, তুমি আমার বন্ধু, আবার শত্রুও বটে! তোমার জীবনে এমন দিন আসবে, আমি কখনো ভাবিনি। আজকের দিনটা ব্যক্তিগতভাবে আমার কাছে দুঃখের এক দিন। আমি নিশ্চিত সারা বিশ্বের ক্রীড়াপ্রেমী মানুষ আজ চোখের জল ফেলছে। কত স্মৃতি তোমার সঙ্গে কাটিয়েছি কোর্টের ভেতরে এবং বাইরে। আমার কান্না পাচ্ছে এখন। ভবিষ্যতে আমাদের একসাথে ভাগ করে নেওয়ার আরও অনেক মুহূর্ত থাকবে, একসাথে অনেক কিছু করার বাকি আছে, আমরা জানি। আপাতত, আমি সত্যিই তোমার স্ত্রী-সন্তানদের ও তোমার সমস্ত সুখ কামনা করি এবং সামনে যা আছে তা উপভোগ করো। লন্ডনে দেখা হবে।’

নিপুণ একটা বাজে মেয়ে: পীরজাদা হারুন

ফেদেরারের টেনিস জাদুর গুণমুগ্ধ ছিলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিও। টেনিসের এই কিংবদন্তির বিদায়ের পর ব্যথিত ফুটবলের জাদুকরও! ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসি লেখেন, ‘আপনি একজন জিনিয়াস, টেনিস ইতিহাসে অনন্য একজন, আর যে কোনো ক্রীড়াবিদের জন্য আপনি একটা উদাহরণ। নতুন জীবনের জন্য শুভকামনা রইল, টেনিস কোর্টে আপনি আমাদের উপভোগের উপলক্ষ এনে দিয়েছেন, বিষয়টা মিস করব, রজার ফেদেরার!’

ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব ছিল ফেদেরারের। তার বিদায়ের ঘোষণা শুনে টেন্ডুলকার তার টুইটারে লিখলেন, ‘অসম্ভব সুন্দর একটি ক্যারিয়ার ছিল তোমার, কিংবদন্তি রজার ফেদরার। তোমার টেনিসের ব্র্যান্ডের প্রেমে পড়ে গিয়েছি কবে, তা মনে নেই। এরপর থেকে তোমার খেলা দেখা ছিল একটা নেশার মতো। এই নেশা কেড়ে নেওয়া যায় না, কারণ সেটা যে আমাদের মধ্যেই থাকে! সব সুখ স্মৃতির জন্য তোমাকে ধন্যবাদ।’