এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানকে এক উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে ফাইনাল নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের। আর টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে ভারত ও আফগানিস্তানের। আগামী ১১ই সেপ্টেম্বরের ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
বুধবার (৭ই সেপ্টেম্বর) আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে ১ উইকেট আর ৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
আগে ব্যাট করতে নামা আফগানিস্তান শুরুটা ভালোই করেছিল দুই ওপেনারের ব্যাটে। প্রথম চার ওভারেই তারা সংগ্রহ করে ৩৬ রান। তবে এরপর মাত্র সাত রানের ব্যবধানে বিদায় নেন ওপেনার হযরতুল্লাহ জাজাই আর রহমানুল্লাহ গুরবাজ। দলটির ছন্দপতন ঘটে এরপরই।
পাওয়ারপ্লেতে ৪৮ রান করা আফগানদের এরপর চেপে ধরেন পাক বোলাররা। যার ফলে রানের গতিও ক্রমে নেমে আসতে থাকে দলটির। দুই ওপেনারের বিদায়ের পর আফগানরা তৃতীয় উইকেট খুইয়েছে ১২তম ওভারে গিয়ে, তবে পাক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মোহাম্মদ নবীর দল রানের চাকা ঘোরাতে পারেনি তেমন।
চারে উঠিয়ে আনা করিম জানাত ১৯ বলে ১৫ রান করে আউট হওয়ার পর নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবীরাও তেমন কিছু করতে পারেননি। ৯১ রানে ৫ উইকেট খুইয়ে আফগানরা পড়ে দারুণ বিপদেই। এরপর দলের সর্বোচ্চ রানসংগ্রাহক ইব্রাহিম জাদরানও ফেরেন ৩৭ বলে ৩৫ রান করে।
ইনিংসের বাকি সময় আর উইকেট খোয়ায়নি আফগানরা। তবে রানও করতে পারেনি খুব একটা। শেষ দিকে রশিদ খান আর আজমত উল্লাহর ওয়ানডে মেজাজে খেলা দুটি ক্যামিও তাই কেবল ১২৯ রানের পুঁজিই এনে দিতে সক্ষম হয় আফগানিস্তানকে।