Dhaka বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দ্য হান্ড্রেডে দল পেলেন পাকিস্তানের ইমাদ ও আমির

নিজস্ব প্রতিবেদক : 

ড্রাফট থেকে পাকিস্তানের কোনো ক্রিকেটারের দল না পাওয়াতেই মূলত একটা শঙ্কা জাগে। ভারতীয় মালিকানাধীন দলের আধিপত্যের দা হান্ড্রেডে কি সুযোগ পাবেন পাকিস্তানি ক্রিকেটাররা? মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে নর্দার্ন সুপারচার্জার্স দলে নেওয়ায় সেই অনিশ্চয়তা অনেকটাই কেটে গেল।

এমন উদ্বেগের জন্ম মূলত ভারত-পাকিস্তানের রাজনৈতিক শীতল সম্পর্কের কারণে। তবে চলতি বছরের শুরুতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জোর দিয়ে বলেছিল, নতুন বিনিয়োগকারী আট প্রতিষ্ঠানের চারটির ভিত্তি ভারত এবং দুটি ভারত-যুক্তরাষ্ট্রের হলেও দা হান্ড্রেডে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণের ওপর কোনো প্রভাব পড়বে না।

কিন্তু এরপর দেখা যায় ভিন্ন চিত্র। ২০২৫ সালের দা হান্ড্রেডের ড্রাফটের জন্য নিবন্ধন করেন ৪৫ জন পাকিস্তানি ক্রিকেটার। গত মার্চে অনুষ্ঠিত সেই ড্রাফট থেকে দল পাননি তাদের কেউ।

পরে অবশ্য কারণ হিসেবে বলা হয়, টুর্নামেন্টের সময় পাকিস্তানের ক্রিকেটারদের না পাওয়ার শঙ্কার কথা। মঙ্গলবার শুরু হচ্ছে ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্টটির এবারের আসর। আর এখন ওয়েস্ট ইন্ডিজে সাদা বলের সিরিজ খেলছে পাকিস্তান। অগাস্টের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ রয়েছে তাদের।

পাকিস্তানি ক্রিকেটারদের দা হান্ড্রেডে খেলা নিয়ে নানা জল্পনা-কল্পনার মাঝে সোমবার আমির ও ইমাদের সঙ্গে চুক্তি করে নর্দার্ন সুপারচার্জার্স। অস্ট্রেলিয়ান পেসার বেন ডোয়ার্শিসের বদলি হিসেবে পুরো আসরের জন্য আমিরকে নিয়েছে তারা। আর জিম্বাবুয়ে সফরে থাকা নিউ জিল্যান্ডের স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনারের জায়গায় দুই ম্যাচের জন্য নেওয়া হয়েছে ইমাদকে।

নর্দার্ন সুপারচার্জার্সের নতুন মালিক ভারতীয় মিডিয়া টাইকুন্স সান গ্রুপ। আগামী ১ অক্টোবর থেকে দলটির দায়িত্ব নেবে তারা।

টুর্নামেন্ট শুরুর আগে দিন নর্দার্ন সুপারচার্জার্স ছাড়াও দলে পরিবর্তন এনেছে লন্ডন স্পিরিট, ম্যানচেস্টার অরিজিনালস ও ট্রেন্ট রকেটস।

জনপ্রিয় খবর

আবহাওয়া

তিন কিলোমিটার কাঁচা রাস্তা, দুর্ভোগে ১২ গ্রামের মানুষ

দ্য হান্ড্রেডে দল পেলেন পাকিস্তানের ইমাদ ও আমির

প্রকাশের সময় : ০১:১৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

ড্রাফট থেকে পাকিস্তানের কোনো ক্রিকেটারের দল না পাওয়াতেই মূলত একটা শঙ্কা জাগে। ভারতীয় মালিকানাধীন দলের আধিপত্যের দা হান্ড্রেডে কি সুযোগ পাবেন পাকিস্তানি ক্রিকেটাররা? মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে নর্দার্ন সুপারচার্জার্স দলে নেওয়ায় সেই অনিশ্চয়তা অনেকটাই কেটে গেল।

এমন উদ্বেগের জন্ম মূলত ভারত-পাকিস্তানের রাজনৈতিক শীতল সম্পর্কের কারণে। তবে চলতি বছরের শুরুতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জোর দিয়ে বলেছিল, নতুন বিনিয়োগকারী আট প্রতিষ্ঠানের চারটির ভিত্তি ভারত এবং দুটি ভারত-যুক্তরাষ্ট্রের হলেও দা হান্ড্রেডে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণের ওপর কোনো প্রভাব পড়বে না।

কিন্তু এরপর দেখা যায় ভিন্ন চিত্র। ২০২৫ সালের দা হান্ড্রেডের ড্রাফটের জন্য নিবন্ধন করেন ৪৫ জন পাকিস্তানি ক্রিকেটার। গত মার্চে অনুষ্ঠিত সেই ড্রাফট থেকে দল পাননি তাদের কেউ।

পরে অবশ্য কারণ হিসেবে বলা হয়, টুর্নামেন্টের সময় পাকিস্তানের ক্রিকেটারদের না পাওয়ার শঙ্কার কথা। মঙ্গলবার শুরু হচ্ছে ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্টটির এবারের আসর। আর এখন ওয়েস্ট ইন্ডিজে সাদা বলের সিরিজ খেলছে পাকিস্তান। অগাস্টের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ রয়েছে তাদের।

পাকিস্তানি ক্রিকেটারদের দা হান্ড্রেডে খেলা নিয়ে নানা জল্পনা-কল্পনার মাঝে সোমবার আমির ও ইমাদের সঙ্গে চুক্তি করে নর্দার্ন সুপারচার্জার্স। অস্ট্রেলিয়ান পেসার বেন ডোয়ার্শিসের বদলি হিসেবে পুরো আসরের জন্য আমিরকে নিয়েছে তারা। আর জিম্বাবুয়ে সফরে থাকা নিউ জিল্যান্ডের স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনারের জায়গায় দুই ম্যাচের জন্য নেওয়া হয়েছে ইমাদকে।

নর্দার্ন সুপারচার্জার্সের নতুন মালিক ভারতীয় মিডিয়া টাইকুন্স সান গ্রুপ। আগামী ১ অক্টোবর থেকে দলটির দায়িত্ব নেবে তারা।

টুর্নামেন্ট শুরুর আগে দিন নর্দার্ন সুপারচার্জার্স ছাড়াও দলে পরিবর্তন এনেছে লন্ডন স্পিরিট, ম্যানচেস্টার অরিজিনালস ও ট্রেন্ট রকেটস।