মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর তেজগাঁও এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি ঢাকা ফিরছিল। এ ঘটনায় ঢাকার কমলাপুরের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল আপাতত এক লাইনে সামলাতে হচ্ছে।

বুধবার (১৭ এপ্রিল) সকালে ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেন কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, তেজগাঁওয়ে ঢাকা অভিমুখী আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের একটি ট্রেনের বগি কারওয়ান বাজারের কাছে লাইনচ্যুত হয়। আপাতত বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। সেখানে উদ্ধার কাজ চলছে। পরে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

এদিকে, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঘটনাস্থল এলাকায় যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে কারওয়ান বাজার রেলক্রসিং ও মগবাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়। উল্টো দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনও লাইনে আটকে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া