শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন

ট্রাফিক নির্দেশনা পালন সংক্রান্ত সভা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২০

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহণ করবে গণপরিহণ। এ ব্যপারে পরিহন মালিক-শ্রমিকরা ট্রাফিক পুলিশের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবার (২৫ জুলাই) গণপরিবহন মালিক-শ্রমিকদের নিয়ে ট্রাফিক নির্দেশনা পালন সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

ট্রাফিক পুলিশের উদ্যোগে পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে লালবাগ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবিরের এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার ট্রাফিক লালবাগ বিভাগের মেহেদী হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ট্রাফিক লালবাগ জনাব শহিদুল ইসলাম, ফুলবাড়িয়া বাস টার্মিনাল এর মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।

সভায় করোনা কালীন সময়ে ঈদুল আযহার উপলক্ষে যাত্রী পরিবহনের যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে পরিবহন যাত্রী সেবা পরিচালনার বিষয়টি আলোচনা করা হয়। এতে গণপরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনে অঙ্গীকারবদ্ধ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া