Dhaka বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জেলেনস্কির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক : 

জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাইড লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন এবং জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। এর আগে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে ১৫ ফেব্রুয়ারি জার্মানির উদ্দেশে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্টকে যুদ্ধ বন্ধের আহ্বান জানাবেন।

তবে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কারণে রাশিয়া-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও জানান মন্ত্রী।

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের প্রধান হিসেবে প্রথম বিদেশ সফরে ১৫ই ফেব্রুয়ারি থেকে জার্মানিতে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক নিরাপত্তা সম্মেলনে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স-২০২৪ এ বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

সম্মেলনের সাইড লাইনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক মতবিনিময় করছেন তিনি। আগামী ১৯শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৬ ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

জেলেনস্কির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রকাশের সময় : ০৬:৪৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাইড লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন এবং জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। এর আগে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে ১৫ ফেব্রুয়ারি জার্মানির উদ্দেশে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্টকে যুদ্ধ বন্ধের আহ্বান জানাবেন।

তবে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কারণে রাশিয়া-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও জানান মন্ত্রী।

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের প্রধান হিসেবে প্রথম বিদেশ সফরে ১৫ই ফেব্রুয়ারি থেকে জার্মানিতে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক নিরাপত্তা সম্মেলনে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স-২০২৪ এ বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

সম্মেলনের সাইড লাইনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক মতবিনিময় করছেন তিনি। আগামী ১৯শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।