স্পোর্টস ডেস্ক :
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে এশিয়ান দলের কাছে হারতে দেখেনি ফুটবল বিশ্ব। তবে আজ দুই যুগের সেই ইতিহাস বদলে গেল। টোকিওতে প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখে প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছে জাপান। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিলই। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলে জিতে মাঠ ছেড়েছে স্বাগতিক জাপান। ১৪ বারের চেষ্টায় ব্রাজিলের বিপক্ষে জাপানের এটিই প্রথম জয়।
গত মে মাসে আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর ৬ ম্যাচে ব্রাজিলের দ্বিতীয় হার এটি। এক ম্যাচ আগে বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছিল সেলেসাওরা।
প্রায় ৪৫ হাজার দর্শকের উপস্থিতিতে ম্যাচে পজেশনে অনেকটা পিছিয়ে থাকলেও আক্রমণে দাপট দেখায় জাপান। ৩৩ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৫টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পারে তারা। ব্রাজিলের ৮ শটের ৪টি ছিল লক্ষ্যে।
চার দিন আগে সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয়ের ম্যাচ থেকে এদিন একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন আনচেলত্তি। ওই ম্যাচে দুটি করে গোল করা এস্তেভোঁ ও রদ্রিগোকে শুরুতে বেঞ্চে রাখেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ।
২৬তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। ব্রুনো গিমারাইসের রক্ষণ চেরা পাস ডি বক্সে পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন রাইট-ব্যাক পাওলো এইহিক।
৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গাব্রিয়েল মার্তিনেল্লি। লুকাস পাকেতার চমৎকার ফ্লিকে ডি-বক্সে বল পেয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন আর্সেনাল ফরোয়ার্ড।
জোড়া গোল হজমের ধাক্কা সামলে জাপানের ঘুরে দাঁড়ানো শুরু ৫২তম মিনিটে। বলা যায় গোলটি জাপানকে উপহার দেন ব্রাজিল ডিফেন্ডার ফাব্রিসিও ব্রুনো। বক্সে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি বল তুলে দেন তাকুমি মিনামিনো পায়ে। জালে পাঠাতে ভুল করেননি মোনাকোর ৩০ বছর বয়সী মিডফিল্ডার।
৬২তম মিনিটে আরেকটি ভুল করে বসেন ফাব্রিসিও ব্রুনো। বক্সে কাছ থেকে কেইতো নাকামুরার শট ক্লিয়ারের চেষ্টায় নিজেদের জালেই বল পাঠান ২৯ বছর বয়সী এই সেন্টার-ব্যাক।
৭১তম মিনিটে কর্নারে বক্সে হেডে জাপানকে এগিয়ে নেন আয়াসে উয়েদা। বল অভিষিক্ত গোলরক্ষক উগো সোসার বরাবরই ছিল, তিনি ঠেকালেও জালে যাওয়া আটকাতে পারেননি।
বাকি সময়ে প্রাণপণ চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি ব্রাজিল।
এই জয়ে জাপান শুধু ম্যাচ জিতেনি, বদলে দিয়েছে ইতিহাসের ধারা। দুই দলের আগের ১৩ লড়াইয়ের ১১টিতেই জয় ছিল ব্রাজিলের, বাকি দুটি ড্র। এবার প্রথমবারের মতো ব্রাজিলকে হারিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লিখিয়ে নিল সামুরাই ব্লু।
ব্রাজিলের এ হার যেন অনেকটা ধাক্কার মতো। ২০০১ সালে তারা হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে, তবে তখন অস্ট্রেলিয়া এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদস্য ছিল না, ছিল ওশেনিয়ার প্রতিনিধি। তাই কার্যত ২৬ বছর পর কোনো এশিয়ান দলের কাছে হারল ব্রাজিল। ১৯৯৯ সালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সেই হার ছিল ১-০ গোলে, এবার আরও নাটকীয়ভাবে ইতিহাস পুনরাবৃত্তি ঘটল টোকিওতে।
দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জাপান দেখাল, ফুটবলে এখন ব্যবধান আর কেবল নামের নয়, মনোবলেরও!