স্পোর্টস ডেস্ক :
ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর নতুন সভাপতি হয়েছেন মোহাম্মদ মিঠুন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কোয়াবের ১১টি পদে ১০টি পদে একক প্রার্থী থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে কেবল সভাপতি পদেই প্রতিদ্বন্দ্বিতা হয়। এই পদে লড়াই করেছেন সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ এবং ক্রিকেটার মোহাম্মদ মিঠুন।
বিসিবি প্রাঙ্গণে বিকেল ৩টায় নির্বাচন শুরু হয়। পাঁচটা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পান ভোটাররা। এবার স্বশরীরে তো বটেই, অনলাইনেও ভোট দেওয়ার সুযোগ ছিল। মোট ২১৫ ভোটের মাঝে ১৮৮ জন ভোট দিয়েছেন। যেখানে ১৫৪টি ভোট পেয়েছেন মিঠুন। অন্যদিকে সেলিম শাহেদ পান ৩৪টি ভোট। এতে ১২০ ভোটের বিশাল ব্যবধানে কোয়াবের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিঠুন।
জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। অপর সহ-সভাপতি হয়েছেন বর্তমান প্রজন্মের ক্রিকেটার নুরুল হাসান সোহান।
এছাড়া কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সাবেক সভাপতি নাঈমুর রহমান ও সাধারণ সম্পাদক দেবব্রত পাল পদত্যাগ করেন। এরপর সেলিম শাহেদের নেতৃত্বে একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়, যাদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে মিঠুন সভাপতি নির্বাচিত হন।