Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএল থেকে অবসরের ঘোষণা অশ্বিনের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৫৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ১৯৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

বুধবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আইপিএল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। আইপিএলে অশ্বিনের উইকেট ১৮৭টি, যা টুর্নামেন্টের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ।

অশ্বিন লেখেন, বিশেষ দিন, তাই বিশেষ শুরু। সবাই বলেন, প্রতিটি সমাপ্তি একটা নতুন শুরুর ইঙ্গিত। আজ আইপিএলের ক্রিকেটার হিসাবে আমার যাত্রা এখানেই শেষ হচ্ছে। আবার আজ থেকেই বিভিন্ন লিগে ক্রিকেটের অভিযাত্রী হিসেবে আমার অভিযান শুরু হচ্ছে।

আইপিএল ও ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়ে তারকা এই ক্রিকেটার আরও লেখেন, এত বছর ধরে দারুণ সব স্মৃতি এবং সম্পর্ক রাখার জন্য সকল ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ। আজ পর্যন্ত যা অর্জন করেছি তার জন্য আইপিএল এবং বোর্ডকে ধন্যবাদ। আগামী দিনে যা সামনে আসতে চলেছে, সেটা উপভোগ করার জন্য অপেক্ষা করছি।

২০০৯ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে অভিষেক করা অশ্বিন আইপিএলে ২২১টি ম্যাচ খেলে ১৮৭টি উইকেট নিয়েছেন। বোলিংয়ের পাশাপাশি ৮৩৩ রান করে ব্যাটিংতেও অবদান রেখেছেন তিনি।

৩৮ বছর বয়সী অশ্বিন আইপিএলে ১৬ বছরে পাঁচটি দলকে প্রতিনিধিত্ব করেছেন। যার মধ্যে রয়েছে—চেন্নাই সুপর কিংস, রাইজিং পুনে সুপার জায়ান্টস, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস। ২০১০ এবং ২০১১ সালে চেন্নাইকে আইপিএল জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। এর আগে টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি (৫৩৭) হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছিলেন ৩৮ বছর বয়সী এই তারকা।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

নগদে নতুন বিনিয়োগকারী খুঁজতে সপ্তাহ খানেকের মধ্য বিজ্ঞপ্তি : গভর্নর

আইপিএল থেকে অবসরের ঘোষণা অশ্বিনের

প্রকাশের সময় : ০৩:৫৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

বুধবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আইপিএল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। আইপিএলে অশ্বিনের উইকেট ১৮৭টি, যা টুর্নামেন্টের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ।

অশ্বিন লেখেন, বিশেষ দিন, তাই বিশেষ শুরু। সবাই বলেন, প্রতিটি সমাপ্তি একটা নতুন শুরুর ইঙ্গিত। আজ আইপিএলের ক্রিকেটার হিসাবে আমার যাত্রা এখানেই শেষ হচ্ছে। আবার আজ থেকেই বিভিন্ন লিগে ক্রিকেটের অভিযাত্রী হিসেবে আমার অভিযান শুরু হচ্ছে।

আইপিএল ও ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়ে তারকা এই ক্রিকেটার আরও লেখেন, এত বছর ধরে দারুণ সব স্মৃতি এবং সম্পর্ক রাখার জন্য সকল ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ। আজ পর্যন্ত যা অর্জন করেছি তার জন্য আইপিএল এবং বোর্ডকে ধন্যবাদ। আগামী দিনে যা সামনে আসতে চলেছে, সেটা উপভোগ করার জন্য অপেক্ষা করছি।

২০০৯ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে অভিষেক করা অশ্বিন আইপিএলে ২২১টি ম্যাচ খেলে ১৮৭টি উইকেট নিয়েছেন। বোলিংয়ের পাশাপাশি ৮৩৩ রান করে ব্যাটিংতেও অবদান রেখেছেন তিনি।

৩৮ বছর বয়সী অশ্বিন আইপিএলে ১৬ বছরে পাঁচটি দলকে প্রতিনিধিত্ব করেছেন। যার মধ্যে রয়েছে—চেন্নাই সুপর কিংস, রাইজিং পুনে সুপার জায়ান্টস, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস। ২০১০ এবং ২০১১ সালে চেন্নাইকে আইপিএল জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। এর আগে টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি (৫৩৭) হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছিলেন ৩৮ বছর বয়সী এই তারকা।