Dhaka শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

খবর পড়তে পড়তে পাঠিকার দাঁত গেল পড়ে

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৪২:১১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০
  • ৩২৯ জন দেখেছেন

খবর পড়তে পড়তেই হঠাৎই দাঁত খুলে পড়ে যায় উপস্থাপিকার। মুহূর্তেই উত্তেজনাকর অবস্থা থেকে বেরিয়ে আসেন দর্শকরা, হেসে গড়াগড়ি। লাইভ খবর পড়ার কারণে ভিডিও এডিট করারও সুযোগ ছিল না।

লাইভ টেলিকাস্ট চলছে । স্বাভাবিক ভঙ্গিতে খবর পড়ছেন সঞ্চালকও । খবর ঘিরে টানটান উত্তেজনা।
কিন্তু মাঝপথে ঘটল বিপত্তি। খবর পড়তে পড়তেই হঠাৎই দাঁত খুলে পড়ে যায় উপস্থাপিকার।

মুহূর্তেই উত্তেজনাকর অবস্থা থেকে বেরিয়ে আসেন দর্শকরা, হেসে গড়াগড়ি। লাইভ খবর পড়ার কারণে ভিডিও এডিট করারও সুযোগ ছিল না।

আরও পড়ুন : করোনায় ৩৩ বছর ধরে ফেল করা দশম শ্রেণির পরীক্ষার্থী পাস

কাজেই সেই ভিডিও এয়ার করতেই হয় চ্যানেলকে। ঘটনা ইউক্রেনের। জানা যায়, ইনি ইউক্রেনের টিএসএন খবরের চ্যানেলের নিউজ অ্যাঙ্কর।

এটাই ছিল চ্যানেলের প্রাইমটাইম শো। সকাল ৯টা থেকে শুরু হয় এই অনুষ্ঠান। প্রতিদিনের মতো এদিনও সঞ্চালনা করছিলেন মারিচকা পাদালকো।

মারিচকা ভিডিওটি পুনরায় শেয়ার করে জানিয়েছেন, ‘আমি, খবর পড়তে গিয়ে অন এয়ারে দাঁত হারিয়েছি।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

তারেক রহমানকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে চাই : লুৎফুজ্জামান বাবর

খবর পড়তে পড়তে পাঠিকার দাঁত গেল পড়ে

প্রকাশের সময় : ০২:৪২:১১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০

খবর পড়তে পড়তেই হঠাৎই দাঁত খুলে পড়ে যায় উপস্থাপিকার। মুহূর্তেই উত্তেজনাকর অবস্থা থেকে বেরিয়ে আসেন দর্শকরা, হেসে গড়াগড়ি। লাইভ খবর পড়ার কারণে ভিডিও এডিট করারও সুযোগ ছিল না।

লাইভ টেলিকাস্ট চলছে । স্বাভাবিক ভঙ্গিতে খবর পড়ছেন সঞ্চালকও । খবর ঘিরে টানটান উত্তেজনা।
কিন্তু মাঝপথে ঘটল বিপত্তি। খবর পড়তে পড়তেই হঠাৎই দাঁত খুলে পড়ে যায় উপস্থাপিকার।

মুহূর্তেই উত্তেজনাকর অবস্থা থেকে বেরিয়ে আসেন দর্শকরা, হেসে গড়াগড়ি। লাইভ খবর পড়ার কারণে ভিডিও এডিট করারও সুযোগ ছিল না।

আরও পড়ুন : করোনায় ৩৩ বছর ধরে ফেল করা দশম শ্রেণির পরীক্ষার্থী পাস

কাজেই সেই ভিডিও এয়ার করতেই হয় চ্যানেলকে। ঘটনা ইউক্রেনের। জানা যায়, ইনি ইউক্রেনের টিএসএন খবরের চ্যানেলের নিউজ অ্যাঙ্কর।

এটাই ছিল চ্যানেলের প্রাইমটাইম শো। সকাল ৯টা থেকে শুরু হয় এই অনুষ্ঠান। প্রতিদিনের মতো এদিনও সঞ্চালনা করছিলেন মারিচকা পাদালকো।

মারিচকা ভিডিওটি পুনরায় শেয়ার করে জানিয়েছেন, ‘আমি, খবর পড়তে গিয়ে অন এয়ারে দাঁত হারিয়েছি।’