Dhaka সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে ইস্টার্ন ব্যাংকের এসি বিস্ফোরণে নিহত ২

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৯:৩৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯০ জন দেখেছেন

সোনারগাঁ উপজেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে একটি বেসরকারি ব্যাংকে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) যন্ত্র মেরামত করার সময় বিস্ফোরণে দুই তরুণ নিহত হয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার কাঁচপুর মেগা কমপ্লেক্স নামে ছয়তলা ভবনে ব্যাংকটির শাখায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুর সদরের সেলিম ব্যাপারীর ছেলে মো. তুহিন (২৫) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার বাসিন্দা মো. রাফি (২২)। তাঁরা এসআর পাওয়ার টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানের কর্মী। ঘটনার সময় তাঁরা দুজন এসি মেরামতের কাজ করছিলেন।

শিমরাইল ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে কাঁচপুর ইস্টার্ণ ব্যাংকের এসি যন্ত্র মেরামতের সময় কম্প্রেসর বিস্ফোরিত হয়। এতে তুহিন ও রাফি দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে তাঁদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ভবনের নিরাপত্তাকর্মী কামাল হোসেন জানান, তিনজন শ্রমিক ভবনের নিচতলার পেছনের অংশে এসি মেরামতের কাজ করছিলেন। এ সময় বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন দুজন শ্রমিক। অপরজন দূরে থাকায় তিনি অক্ষত ছিলেন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দিলে তাঁরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এসি যন্ত্রের কম্প্রেসর বিস্ফোরণের পর ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যাংকের শাখাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল বারী বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুজন নিহতের খবর শুনেছি। এ বিষয়ে তদন্ত শেষে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিমানের ফ্লাইটে ফের ত্রুটি, শারজাহ না গিয়ে ফিরে এলো ঢাকায়

সোনারগাঁয়ে ইস্টার্ন ব্যাংকের এসি বিস্ফোরণে নিহত ২

প্রকাশের সময় : ০৯:৩৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

সোনারগাঁ উপজেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে একটি বেসরকারি ব্যাংকে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) যন্ত্র মেরামত করার সময় বিস্ফোরণে দুই তরুণ নিহত হয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার কাঁচপুর মেগা কমপ্লেক্স নামে ছয়তলা ভবনে ব্যাংকটির শাখায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুর সদরের সেলিম ব্যাপারীর ছেলে মো. তুহিন (২৫) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার বাসিন্দা মো. রাফি (২২)। তাঁরা এসআর পাওয়ার টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানের কর্মী। ঘটনার সময় তাঁরা দুজন এসি মেরামতের কাজ করছিলেন।

শিমরাইল ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে কাঁচপুর ইস্টার্ণ ব্যাংকের এসি যন্ত্র মেরামতের সময় কম্প্রেসর বিস্ফোরিত হয়। এতে তুহিন ও রাফি দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে তাঁদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ভবনের নিরাপত্তাকর্মী কামাল হোসেন জানান, তিনজন শ্রমিক ভবনের নিচতলার পেছনের অংশে এসি মেরামতের কাজ করছিলেন। এ সময় বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন দুজন শ্রমিক। অপরজন দূরে থাকায় তিনি অক্ষত ছিলেন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দিলে তাঁরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এসি যন্ত্রের কম্প্রেসর বিস্ফোরণের পর ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যাংকের শাখাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল বারী বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুজন নিহতের খবর শুনেছি। এ বিষয়ে তদন্ত শেষে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।