Dhaka মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু

শেরপুর জেলা প্রতিনিধি : 

শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছাত্তারকান্দি এলাকার মৃত লতিফের ছেলে কৃষক মো. আকরাম হোসেন (৪৫) ও নাউভাঙ্গা চরের মৃত সমেজ উদ্দিনের ছেলে কৃষিশ্রমিক হানিফ উদ্দিন (৫৫)।

শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কৃষক আকরাম হোসেন বোরোখেতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচপাম্পে সুইচ দিতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে তাকে বাঁচাতে কৃষিশ্রমিক আব্দুল হানিফ এগিয়ে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। এতে দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয় অপর কৃষক সেচপাম্পের কাছে গেলে এ দুইজনের বিদ্যুৎস্পৃষ্ট মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু

প্রকাশের সময় : ০১:৫১:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

শেরপুর জেলা প্রতিনিধি : 

শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছাত্তারকান্দি এলাকার মৃত লতিফের ছেলে কৃষক মো. আকরাম হোসেন (৪৫) ও নাউভাঙ্গা চরের মৃত সমেজ উদ্দিনের ছেলে কৃষিশ্রমিক হানিফ উদ্দিন (৫৫)।

শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কৃষক আকরাম হোসেন বোরোখেতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচপাম্পে সুইচ দিতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে তাকে বাঁচাতে কৃষিশ্রমিক আব্দুল হানিফ এগিয়ে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। এতে দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয় অপর কৃষক সেচপাম্পের কাছে গেলে এ দুইজনের বিদ্যুৎস্পৃষ্ট মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।