Dhaka বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’কে ধরতে সিএমপির পুরস্কার ঘোষণা

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদের তথ্য ও গ্রেপ্তারের সহায়তাকারীর পুরস্কার দেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজ পক্ষ থেকে এই পুরষ্কার ঘোষণা করা হয়।

সাজ্জাদ (২৫), বায়েজিদ বোস্তামী থানাসংলগ্ন হাটহাজারী থানার শিকারপুরের মো. জামালের ছেলে।

পুরষ্কারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন।

সিএমপি পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এক বিবৃতিতে জানানো হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই মর্মে ঘোষণা করা হচ্ছে যে, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদকে আইনের আওতায় আনার জন্য যে বা যারা ওই শীর্ষ সন্ত্রাসী মো.সাজ্জাদ হোসেনের অবস্থান সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে গ্রেপ্তারে পুলিশকে সহায়তা করবে তাকে-তাদেরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উপযুক্ত অর্থ পুরস্কার দেওয়া হবে। সংবাদদাতার-তথ্যদাতার-গ্রেপ্তারের সহায়তাকারীর পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।

সম্প্রতি ফেসবুক লাইভে এসে থানার এক ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পেটানোর হুমকি দিয়ে আলোচনায় আসে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। সাজ্জাদ নিজের ফেসবুকে লাইভে নগর পুলিশের বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফ হোসেনকে এ হুমকি দেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেন ওসি।

লাইভে দেওয়া বক্তব্যে কোনো অবস্থাতেই তার হাত থেকে ওসি বাঁচতে পারবেন না বলে হুঁশিয়ারি দেন সাজ্জাদ। ২ মিনিট ২৭ সেকেন্ডের এই লাইভে ওসিকে অশ্লীল ভাষায় গালাগালও করেন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইউনূসের ‘স্বজনপ্রীতির’ সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত আব্দুল্লাহ

শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’কে ধরতে সিএমপির পুরস্কার ঘোষণা

প্রকাশের সময় : ০৭:৪৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদের তথ্য ও গ্রেপ্তারের সহায়তাকারীর পুরস্কার দেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজ পক্ষ থেকে এই পুরষ্কার ঘোষণা করা হয়।

সাজ্জাদ (২৫), বায়েজিদ বোস্তামী থানাসংলগ্ন হাটহাজারী থানার শিকারপুরের মো. জামালের ছেলে।

পুরষ্কারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন।

সিএমপি পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এক বিবৃতিতে জানানো হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই মর্মে ঘোষণা করা হচ্ছে যে, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদকে আইনের আওতায় আনার জন্য যে বা যারা ওই শীর্ষ সন্ত্রাসী মো.সাজ্জাদ হোসেনের অবস্থান সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে গ্রেপ্তারে পুলিশকে সহায়তা করবে তাকে-তাদেরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উপযুক্ত অর্থ পুরস্কার দেওয়া হবে। সংবাদদাতার-তথ্যদাতার-গ্রেপ্তারের সহায়তাকারীর পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।

সম্প্রতি ফেসবুক লাইভে এসে থানার এক ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পেটানোর হুমকি দিয়ে আলোচনায় আসে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। সাজ্জাদ নিজের ফেসবুকে লাইভে নগর পুলিশের বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফ হোসেনকে এ হুমকি দেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেন ওসি।

লাইভে দেওয়া বক্তব্যে কোনো অবস্থাতেই তার হাত থেকে ওসি বাঁচতে পারবেন না বলে হুঁশিয়ারি দেন সাজ্জাদ। ২ মিনিট ২৭ সেকেন্ডের এই লাইভে ওসিকে অশ্লীল ভাষায় গালাগালও করেন তিনি।