নিজস্ব প্রতিবেদক :
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক শেষ হয়েছে। বৈঠকে রমজানের আগে নির্বাচনের আয়োজন জন্য প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে মত দেন প্রধান উপদেষ্টা।
শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে এ বৈঠক শুরু হয়। শেষ হয়েছে ৩টা ৩৫ মিনিটে। ১ ঘণ্টা ৩৫ মিনিটের এই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় তাদের।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাঁদের বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রেস উইং জানায়, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।
প্রধান উপদেষ্টা বলেন, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।
তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান বলে জানিয়েছে প্রেস উইং।
দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করেন তারেক রহমান। প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসু আলোচনার জন্য ধন্যবাদ জানান।
এর আগে, বৈঠক শেষে পার্ক লেনের হোটেল থেকে তারেক রহমানকে হাসিমুখে বের হতে দেখা গেছে।
আনুষ্ঠানিকভাবে বৈঠক শুরু হওয়ার আগে দুই শীর্ষ ব্যক্তিত্ব নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন।
এক পর্যায়ে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে জানতে চান আপনার শরীর কেমন? জবাবে তিনি বলেন, ‘এই তো চলছে টেনেটুনে!’
এরপর মা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সালাম পৌঁছে দেন তারেক রহমান। জবাবে ড. ইউনূস বলেন, ‘আপনার আম্মাকেও আমার সালাম দিবেন।’
পরে দুজন লন্ডনের আবহাওয়া নিয়ে কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘আজকের এখানকার আবহাওয়াটা চমৎকার।’ তারেক রহমানও তার কথায় সায় দেন। এরপর ফটোসেশন শেষে আনুষ্ঠানিক বৈঠক শুরু হয় তাদের মধ্যে।
এরও আগে, বাংলাদেশ সময় দুপুর ২টার কিছু আগে ডরচেস্টার হোটেলে পৌঁছান তারেক রহমান। তাকে সেখানে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যরা।
প্রসঙ্গত, বর্ষপঞ্জি অনুসারে, আগামী রমজান শুরু হবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে। তারেক রহমানের প্রস্তাবের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার করতে পারলে সেক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথম দিকেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।