রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেশিন নষ্ট। এ কারণে গত তিনদিন ধরে করোনা টেস্ট বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সন্দেহভাজন করোনা রোগীরা। রাজধানীর এই হাসপাতালে করোনা টেস্ট গত ৭ই ডিসেম্বর থেকে বন্ধ।
এতে হাসপাতালে নমুনা দিতে আসা ব্যক্তিদের ফেরত দেয়া হচ্ছে। সূত্র বলেছে, এই হাসপাতালের আরটি-পিসিআর মেশিন কয়েকদিন ধরে ডিস্টার্ব দেয়ায় সেটি ঠিক করতে দেয়া হয়েছে। মেশিন নষ্ট হওয়ার পর জমে থাকা কিছু পরীক্ষা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে করে আনা হয়েছে।
মুগদা হাসপাতালে প্রতিদিন ২০০ নমুনা পরীক্ষা করার মতো সক্ষমতা রয়েছে। হাসপাতালের আরটি-পিসিআর মেশিন নষ্ট হয়েছে এবং মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. নুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মেরামত হলেই নমুনা নেয়া আবারো চালু করা হবে।
আরও পড়ুন : সৌদিতে করোনার প্রাদুর্ভাব কমছে : ৯৮০ বাংলাদেশির মৃত্যু
বুধবার তৃতীয় দিনের মতো সাধারণ মানুষের নমুনা পরীক্ষা বন্ধ ছিল। তবে আমরা যেহেতু করোনা রোগীদের চিকিৎসা দিচ্ছি, তাই হাসপাতালের চিকিৎসক, নার্সসহ অন্য স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নমুনা পরীক্ষা করিয়ে আনা হচ্ছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট থেকে।
কারণ, এটা যদি আমরা বন্ধ রাখি, তাহলে তো আমাদের চিকিৎসাসেবা দেয়া বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, যাদের থেকে আমরা মেশিন কিনেছি, তাদেরকে জানানো হয়েছে। তারা এসে দেখে গেছেন। কিন্তু প্রাথমিকভাবে তারা ভেবেছিলেন সমস্যা হয়তো তারা দ্রুত ঠিক করতে পারবেন।
কিন্তু তারা ভিজিট করার পর জানালেন, তারা যে সমস্যার কথা ভেবেছিলেন, সেটা নয়। এটা মেরামত করতে সময় লাগবে। তবে ঠিক করতে কতদিন লাগবে, সেটা তারাও নিশ্চিত করে বলতে পারেননি। ঊর্ধ্বতন সবাইকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান ডা. নুরুল ইসলাম।