Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে সেপটিক ট্যাংকে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহে সেপটিক ট্যাংকে নেমে মো. মামুন মিয়া (১৯) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৪ মে) সন্ধ্যায় মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের শম্ভুগঞ্জ নলুয়া পাড়া এলাকার আব্দুল হকের নির্মাণাধীন বাসায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক মামুন মিয়া সদর উপজেলার আলালপুর নামাপাড়া এলাকার কাছু মিয়ার ছেলে।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ জামালী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নবনির্মিত সেপটিক ট্যাংকটিতে সেন্টারিয়ের কাঠ খুলতে নেমেছিলেন মামুন। কিন্তু সেপটিক ট্যাংকে নামার কিছুক্ষণ পরে তার কোন সাড়া শব্দ না পেয়ে ঘটনাটি থানা পুলিশকে জানায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে সংশ্লিষ্ট কর্মীরা মামুনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন বলেন, পুলিশের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ময়মনসিংহে সেপটিক ট্যাংকে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশের সময় : ১১:৪৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহে সেপটিক ট্যাংকে নেমে মো. মামুন মিয়া (১৯) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৪ মে) সন্ধ্যায় মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের শম্ভুগঞ্জ নলুয়া পাড়া এলাকার আব্দুল হকের নির্মাণাধীন বাসায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক মামুন মিয়া সদর উপজেলার আলালপুর নামাপাড়া এলাকার কাছু মিয়ার ছেলে।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ জামালী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নবনির্মিত সেপটিক ট্যাংকটিতে সেন্টারিয়ের কাঠ খুলতে নেমেছিলেন মামুন। কিন্তু সেপটিক ট্যাংকে নামার কিছুক্ষণ পরে তার কোন সাড়া শব্দ না পেয়ে ঘটনাটি থানা পুলিশকে জানায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে সংশ্লিষ্ট কর্মীরা মামুনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন বলেন, পুলিশের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।