Dhaka রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে বালু তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহের গফরগাঁওয়ে বালু তোলা নিয়ে সংঘর্ষে মো. মেহেদি হাসান রাকিব (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুলিবিদ্ধও হয়েছেন।

সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের ত্রিমোহনী পল্টন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদি হাসান রাকিব একই গ্রামের মজিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় ইয়াসিন ও মেহেদি হাসান রাকিবের সঙ্গে বালু তোলা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন রাত ১০টার দিকে দু’পক্ষ বালু তোলা নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের সময় মেহেদি হাসান রাকিবকে ইয়াসিন গ্রুপের লোকজন মারধরের একপর্যায়ে মাথায় একের পর এক ইট দিয়ে আঘাত করে। একইসঙ্গে চলতে থাকে গোলাগুলি। এ সময় একজন যুবক গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ ওই যুবক একই হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বক্তব্য দিতে গিয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমির

ময়মনসিংহে বালু তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

প্রকাশের সময় : ০৯:৫৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহের গফরগাঁওয়ে বালু তোলা নিয়ে সংঘর্ষে মো. মেহেদি হাসান রাকিব (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুলিবিদ্ধও হয়েছেন।

সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের ত্রিমোহনী পল্টন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদি হাসান রাকিব একই গ্রামের মজিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় ইয়াসিন ও মেহেদি হাসান রাকিবের সঙ্গে বালু তোলা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন রাত ১০টার দিকে দু’পক্ষ বালু তোলা নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের সময় মেহেদি হাসান রাকিবকে ইয়াসিন গ্রুপের লোকজন মারধরের একপর্যায়ে মাথায় একের পর এক ইট দিয়ে আঘাত করে। একইসঙ্গে চলতে থাকে গোলাগুলি। এ সময় একজন যুবক গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ ওই যুবক একই হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।