ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার (২৩ মার্চ) দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছা পৌর এলাকার নতুন বাজার খেলার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- মুক্তাগাছা উপজেলার আমোদপুর গ্রামের ব্যবসায়ী লিটন খানের ছেলে অনন্ত হোসাইন খান (১৭) ও জেলা শহরের ঢলুয়াবিল এলাকার একটি মোটরসাইকেলের মেকানিক রাসেল হোসেন (৩০)।
নিহত অনন্ত নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। আর রাসেলের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চরঈশ্বরদিয়া।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাসেল মিয়া গ্যারেজে মোটরসাইকেলের মিস্ত্রি হিসেবে কাজ করতেন। আজ সকালে অনন্ত খান তার মোটরসাইকেল মেরামত করতে রাসেলের গ্যারেজে নিয়ে আসেন। এরপর দুপুরে মোটরসাইকেলটি মেরামত করে চালিয়ে ট্রায়াল দিচ্ছিলেন অনন্ত। এ সময় তার পেছনে বসে ছিলেন মিস্ত্রি রাসেল। স্থানীয় নতুন বাজার খেলার মাঠ সংলগ্ন স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান অনন্ত। গুরুতর আহত রাসেলসহ সড়কে পড়ে থাকা আহত আরও একজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বিকেলে রাসেল মারা যান।
ওসি কামাল হোসেন বলেন, ট্রাকচালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।