স্পোর্টস ডেস্ক :
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। যেখানে ভুটানকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ।
শনিবার (৩১ জানুয়ারি) ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। বার বার প্রতিপক্ষে বক্সে বল নিয়ে গেলেও ফিনিশিংয়ের অভাবে গোল পাচ্ছিল না বাংলাদেশ। দলের জয়ে সর্বোচ্চ ৪ গোল করেন মুনকি আক্তার। ৩টি করে গোল তৃষ্ণা রানী ও আলপি আক্তারের। একবার করে জালের দেখা পেয়েছেন মামনি ও অর্পিতা বিশ্বাস।
শুরু থেকেই খেলা হতে থাকে ভুটানের অর্ধে। তবে আক্রমণগুলো হচ্ছিল না ধারাল। সময় গড়ানোর সাথে সাথে গোলের জন্য মরিয়া হয়ে উঠতে থাকে দল। ২৫তম মিনিটে ফুরায় অপেক্ষা। আলপির শট এক ডিফেন্ডার কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন। এই কর্নার থেকে দৃষ্টিনন্দন বাঁকানো শটে সরাসরি জাল খুঁজে নেন মামনি।
৪৩তম মিনিটে সুরভি আকন্দ প্রীতির আড়াআড়ি ক্রস মামনি ঠিকঠাক শট নিতে না পারলেও গোলমুখে বল পেয়ে যান তৃষ্ণা। ফাঁকা পোস্টে বল ঠেলে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এই গোলের রেশ থাকতেই পুজা দাসের ফ্লিকে বল পেয়ে মুনকি ব্যবধান বাড়ান আরও।
প্রথমার্ধের যোগ করা সময়ে পুজার ক্রস বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে, পায়ের কারিকুরিতে জায়গা করে নিয়ে বাম পায়ের শটে স্কোরলাইন ৪-০ করেন মুনকি। চালকের আসনে বসে বিরতিতে যায় দল।

দ্বিতীয়ার্ধে ভুটানকে আরও চেপে ধরে বাংলাদেশ। ৫৪তম মিনিটে ডান পায়ের কোনাকুনি শটে তৃষ্ণা লক্ষ্যভেদ করেন। এর ছয় মিনিট পর গোলকিপারের বাজে ভুলে ষষ্ঠ গোলটি হজম করে ভুটান। দুর্বল কিকে তৃষ্ণার পায়ে বল তুলে দেন তিনি, বক্সের একটু বাইরে পাওয়া এমন সুযোগ চিপ শটে কাজে লাগিয়ে হ্যাটট্রিক পূরণ করেন এই ফরোয়ার্ড।
৭০তম মিনিটে দারুণ ক্ষিপ্রতায় পোস্ট ছেড়ে বেরিয়ে ভুটানের আক্রমণ ক্লিয়ার করেন ইয়ারজান বেগম। দুই মিনিট পরই ভুটানের এক ডিফেন্ডার বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে তার সঙ্গে সেঁটে থাকা আলপি বাম পায়ের কোনাকুনি শটে ব্যবধান বাড়ান আরও।
৮০তম মিনিটে সতীর্থের থ্রু পাস ধরে একক প্রচেষ্টায় অনেকটা এগিয়ে গোলকিপারের পাশ দিয়ে বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন মুনকি। ছয় মিনিটে পর বক্সে ক্রস বাড়ান জয়নব বিবি রিতা। ফাঁকায় থাকা আলপি ডান পায়ের প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন।
তবু থামেনি বাংলাদেশের গোল উৎসব। অতিরিক্ত সময়ে আরও ৩ গোল হজম করতে হয়েছে ভুটানকে। (৯০+২) মিনিটে ব্যবধান ১০ শূন্য করেন মুনকি আক্তার। পরের গোলটা করেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস। আর শেষ মিনিটে আত্মঘাতী গোল হজম করে ভুটান। এতে ১২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
রাউন্ড রবিন লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
স্পোর্টস ডেস্ক 
























