আন্তর্জাতিক ডেস্ক :
ভারতে একটি মহাসড়কে শ্রমিকদের ওপর ক্রেন ধসে পড়ার ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন। ধসে পড়া ক্রেনটির নিচে পাঁচজন চাপা পড়েছেন বলে ধারণা করছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার শাহাপুর এলাকার সরলাম্বি গ্রামে নির্মাণাধীন সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের একটি জায়গায় রোববার দিবাগত রাতে ক্রেনটি ধসে পড়ে।
পুলিশ আরও জানিয়েছে, রোববার দিবাগত রাতের শেষ দিকে শ্রমিকেরা সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের কাজ করছিলেন। এ সময় ক্রেনটি ধসে পড়ে ঘটনাস্থলেই মারা যান ১৬ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন এবং পাঁচজন এখনো ক্রেনের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকা পড়ে রয়েছেন। আহতদের পাশাপাশি মেরদেহগুলোও স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ, এনডিআরএফ ও দমকল কর্মীরা উদ্ধার-তল্লাশি কাজে নিয়োজিত রয়েছেন।
দুজন শ্রমিক ক্রেনটি পরিচালনা করছিলেন। সাধারণত ক্রেনটি বড় বড় গার্ডার কিংবা বড় আকারের বিম সরানোর কাজে ব্যবহৃত হয়। ক্রেনটি পরিচালনার একপর্যায়ে সেটি ভেঙে পড়লে ঘটনাস্থলেই ১৬ জন নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করেন।
উল্লেখ্য, ৭০১ কিলোমিটার দীর্ঘ সমৃদ্ধি মহামার্গ নামের সড়কটি মুম্বাই-নাগপুর এক্সপ্রেস নামে পরিচিত। মহারাষ্ট্রের রোড ডেভেলপমেন্ট করপোরেশন এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চালাচ্ছে। গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পের উদ্বোধন করেন।