আন্তর্জাতিক ডেস্ক :
ফের কর্মী ছাঁটাই করছে অনলাইনভিত্তিক খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডা। এ নিয়ে তৃতীয়বারের মতো ছাঁটাই কার্যক্রম চালাচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া এশীয় কয়েকটি দেশে ব্যবসার শেয়ার বিক্রির জন্য আলোচনাও করছে ফুডপান্ডা।
অধিকতর কর্মতৎপর হওয়ার প্রয়োজনীয়তার অনুভব করে কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ফুডপান্ডা। সম্প্রতি সংবাদমাধ্যম সিএনবিসিকে এ তথ্য জানিয়েছে সিঙ্গাপুরে সদর দপ্তর থাকা এ প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়ে কর্মীদের চিঠিও দিয়েছেন ফুডপান্ডার এপিএসি সিইও জ্যাকব সেবাস্টিয়ান অ্যাঞ্জেল। চিঠিতে বলা হয়েছে, আমাদের প্রতিষ্ঠানের অগ্রাধিকার বর্তমানে হালকা। আমাদের আরও দক্ষ হওয়া উচিত। এসব করার জন্য প্রতিষ্ঠানের কর্মকাণ্ডকে আরও দক্ষ ও কার্যকর করতে হবে। যাতে ভবিষ্যতে আমরা আরও সঠিক পদ্ধতি অবলম্বন করতে পারি।
কর্মী ছাঁটাইয়ের কথা জানালেও তবে ঠিক কী পরিমাণ ছাঁটাই করা হবে কিংবা কোন কোন বিভাগে কর্মী ছাঁটাই কার্যক্রম শুরু হয়েছে তা উল্লেখ করেননি সেবাস্টিয়ান অ্যাঞ্জেল।
এদিকে মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সার্বিকভাবে অর্থনৈতিক মন্দার মাঝেই গত বছরের ফেব্রুয়ারি ও সেপ্টেম্বরে দুই দফায় কর্মী ছাঁটাইয়ের পর এটি তৃতীয় দফায় কর্মী ছাঁটাই চলছে প্রতিষ্ঠানটির। এছাড়া অনলাইনে খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী অন্য প্রতিষ্ঠান গ্র্যাব ও ডেলিভারুও চলতি বছর কর্মী ছাঁটাই করেছে।
ফুডপান্ডার এপিএসি সিইও বলেছেন, ইতোমধ্যেই চলতি বছরের শুরুতে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। এরপরও সঠিক কার্যক্রমের জন্য উপযুক্ত সেটআপ তৈরি করতে আরও অনেক কিছু আমাদের করতে হবে।
এদিকে ফুডপান্ডা এমন সময় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে যখন কি না প্রতিষ্ঠানটির প্যারেন্ট প্রতিষ্ঠান ডেলিভারি হিরো দক্ষিণ-পূর্ব এশীয় কয়েকটি দেশে খাদ্য বিতরণ ব্যবসার শেয়ার বিক্রির লক্ষ্যে আগ্রহী ক্রেতাদের সঙ্গে প্রাথমিক আলোচনা করছে।
এমন এক সময়ে কর্মী ছাঁটাই করা হচ্ছে, যখন ফুডপান্ডার অভিভাবক প্রতিষ্ঠান ডেলিভারি হিরো দক্ষিণ-পূর্ব এশীয় কয়েকটি দেশে তার খাদ্য বিতরণ ব্যবসার অংশ বিক্রি করার জন্য সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। গত বুধবার জার্মানির নেতৃস্থানীয় ব্যবসায়িক পত্রিকা উইর্টশাফটসওচি’র প্রতিবেদনে বলা হয়, ফুডপান্ডা ব্র্যান্ডের অধীনে সিঙ্গাপুর, কম্বোডিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, থাইল্যান্ড ও লাওসে ব্যবসার অংশ বিক্রি করছে ডেলিভারি হিরো।
জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফুডপান্ডার প্রতিযোগী গ্র্যাবকে এক্ষেত্রে ক্রেতা হিসেবে দেখা যেতে পারে। তবে সিএনবিসি সংস্থাটির সঙ্গে যোগাযোগ করলেও গ্র্যাব এই বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছে।
এছাড়া গ্র্যাব দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে খাদ্য সরবরাহের বাজারে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বলেও জানিয়েছে সিএনবিসি।